/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/bangladesh-fire-759.jpg)
পুরাতন ঢাকার চকবাজার এলাকার একটি বহুতলে বিধ্বংসী আগুন লাগে। ছবি: টুইটার।
বাংলাদেশে বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮১। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে পুরাতন ঢাকার চকবাজার এলাকার একটি বহুতলে আগুন লাগে। ওই বহুতলের নীচে রাসায়নিক গুদাম থেকেই আগুন লাগে বলে জানা গিয়েছে। আগুন নেভাতে ঘটনাস্থলে গিয়েছিল দমকলের ৩৭টি ইঞ্জিন। কীভাবে এই ভয়াবহ আগুন লাগল তা এখনও জানা যায়নি। দেশের গৃহ মন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, পরিস্থিতি নজরে রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ঘটনার তদন্তের জন্য একটি পাঁচ-সদস্যের প্যানেল গঠিত হয়েছে।
আরও পড়ুন, দ্রুত ছড়াচ্ছে চিকেনপক্স, মহামারীর ভয়ে বাংলাদেশের রোহিঙ্গারা
AFP news agency: Death toll rises to 69. Dozens of people were trapped when a huge fire tore through apartment buildings also used as chemical warehouses in the Bangladeshi capital of Dhaka.
— ANI (@ANI) February 21, 2019
অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিরেক্টর জুলফিকর রহমান সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, "এখনও অনেকে নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। মৃতের সংখ্যা বাড়তে পারে।" অগ্নিকাণ্ডে জখম বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রায় ৫০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। অনেকের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, শাসকের পকেটে ৯৬ শতাংশ ভোট এবং বাংলাদেশে গণতন্ত্রের সংকট
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্র মারফৎ খবর, বুধবার রাতে পুরাতন ঢাকার চকবাজার এলাকায় একটি বহুতলে আগুন লাগে। পরে সেই আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। পাঁচ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত ওই বহুতলে ধোঁয়া রয়েছে বলে জানা গিয়েছে। ‘দ্য ঢাকা ট্রিবিউন’ সূত্রে খবর, ওই বহুতলে প্রচুর দাহ্য বস্তু মজুত ছিল, তাই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
Read the full story in English