Advertisment

Bangladesh General Election 2018 LIVE Updates: শেষ হলো ভোটদান, হিংসার বলি অন্তত দশজন

Bangladesh General Election 2018 LIVE Updates: শেষ পাওয়া খবর অনুযায়ী, বিভিন্ন জায়গায় রাজনৈতিক হিংসার বলি হয়েছেন অন্তত দশজন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Bangladesh General Election 2018 LIVE Updates: আজ ভোটের লড়াই বাংলাদেশে। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। দেশে নির্বাচন উপলক্ষে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। কিন্তু প্রাক-নির্বাচনী হিংসার জের যে অব্যাহত, তার প্রমাণ পাওয়া গেছে ইতিমধ্যেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, শাসকদল আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে মৃত পাঁচ, জখম ১০।

Advertisment

দেশের ইতিহাসে এটি একাদশ সংসদীয় নির্বাচন, এবং এবার কড়া মোকাবিলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লিগ ও প্রধান বিরোধী জাতীয় ঐক্য ফ্রন্টের মধ্যে, যার প্রধান কাণ্ডারী বিএনপি, যে দলের নেত্রী খালেদা জিয়া আপাতত দুর্নীতির অভিযোগে কারাবন্দী।

স্থানীয় সময় সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিকেল ৪ টে পর্যন্ত চলবে ভোটগ্রহণ পর্ব। জারি করা হয়েছে জোরদার নিরাপত্তা। ৩০০টি আসনের মধ্যে ২৯৯ টি আসনের জন্য হবে ভোটগ্রহণ। অর্থাৎ দেশের ১,৮৪৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা। ৪০,১৯৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

Follow LIVE UPDATES in English

4.40 PM: শেষ পাওয়া খবর অনুযায়ী, দেশজুড়ে নির্বাচনী হিংসায় মৃত্যু হয়েছে অন্তত দশজনের। বিডিনিউজ টোয়েন্টিফোর কে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই একটি প্রতিবেদনে জানিয়েছে, রাঙামাটির কখালি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন আওয়ামী লীগের যুব শাখা যুব লীগের এক নেতা। এই ঘটনায় জখম হন দশজন। চট্টগ্রামে এক বিএনপি কর্মী ও রাজশাহীতে একজন আওয়ামী লীগ কর্মীও নিহত হন বলে জানিয়েছে বিডিনিউজ। নরসিংদী ৩ কেন্দ্রে এক আওয়ামী লীগ পোলিং এজেন্ট নিহত হয়েছেন বলে খবর।



ডেলি স্টার সংবাদপত্র জানাচ্ছে, রাজশাহী ৩-এর মোহনপুরে বিএনপি সমর্থকদের হাতে মৃত্যু হয়েছে এক আওয়ামী লীগ কর্মীর। পুলিশের গুলিতে চান্দিনা উপজেলায় নিহত হয়েছেন একজন ঐক্য ফ্রন্ট সমর্থক। এছাড়াও দিনাজপুর ২-তে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালীন মৃত্যু হয়েছে এক ভোটদাতার। বাংলাদেশ ছাত্র লীগের এক কর্মী কক্স বাজার ১-এ বিএনপি সমর্থকদের সঙ্গে সংঘর্ষে নিহত হন।

বগুড়া ৪-এর বাঘাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে প্রাণ হারান এক আওয়ামী লীগ সমর্থক। সূত্রের খবর, জামাত সমর্থকদের হাতে নোয়াখালি ৩ কেন্দ্রে মৃত্যু হয়েছে এক সুরক্ষা আধিকারিকের।

4.00 PM: দেশের নানা জায়গা থেকে ভীতি প্রদর্শনের অভিযোগের প্রেক্ষিতে বিরোধী জোটের নেতা কামাল হোসেন নির্বাচনী আধিকারিকদের বললেন, "আপনারা যদি কারো অধিকার কেড়ে নেন, মনে রাখবেন আপনাদের পিতা, মাতা, স্ত্রী, সন্তানদের অধিকারও কেউ কেড়ে নিচ্ছে। যদি আপনারা একাজ করেন, ইতিহাস এবং আইন আপনাদের ক্ষমা করবে না।"

3.50 PM: আওয়ামী লীগের বক্তব্য, নির্বাচন শান্তিপূর্ণ ছিল আগাগোড়াই। এই মর্মে টুইট করা হয়েছে দলের পক্ষ থেকে।



3.40 PM: "পুলিশ ও আর্মির সাহায্যে দিনভর দেশজুড়ে শাসকদল আওয়ামী লীগের ভোট জালিয়াতির প্রতিবাদে" একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করল বাম গণতান্ত্রিক জোট।

3.10 PM: বিএনপি-জামাত-এ-ইসলামি জোটের বিরুদ্ধে হাসিনা এক প্রচার ৱ্যালিতে বলেন, "আপনারা কি বিশ্বাসঘাতকদের ভোট দিতে চান?" প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের বিরোধিতা করে জামাত, এবং তাদের সঙ্গে জোট করায় বিএনপিকে "যুদ্ধ অপরাধীদের" সঙ্গে হাত মেলানোর দায়ে দায়ী করেছেন হাসিনা। নির্বাচনের কয়েক সপ্তাহ আগে মুক্তি পায় হাসিনার জীবনকে কেন্দ্র করে একটি 'ডকু ড্রামা'। ছবিটির মূলে রয়েছে ১৯৭৫ সালের সামরিক অভ্যুত্থানের পর হাসিনার পরিবারের অধিকাংশ সদস্যের হত্যা, যাঁদের মধ্যে ছিলেন মুজিবুর রহমান। হাসিনা ও তাঁর বড় বোন সেসময় জার্মানিতে। ছবিটিতে বিএনপিকে "গুন্ডা" আখ্যা দিয়েছেন হাসিনা।

2.45 PM: এই নির্বাচনে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ ছিল শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের প্রধান হাতিয়ার। হাসিনার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রধান কাণ্ডারী, এবং আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের মূল স্তম্ভই ছিল জনসাধারণকে একাত্তরের মুক্তিযুদ্ধের সময়কার "রাজাকার" (পাকিস্তানের মদত করে যারা), "নকল মুক্তিযোদ্ধা" ও "যুদ্ধকালীন অপরাধীদের" কথা মনে করিয়ে দেওয়া।

publive-image ভোটদানের আরো চিত্র। ছবি: পিএম নারায়ণন

2.10 PM: "কেবল অপারেটররা আমাদেরকে কিছু না জানিয়েই সম্প্রসারণ বন্ধ করে দিয়েছেন," এএফপি-কে জানালেন যমুনা টিভির প্রধান সংবাদ সম্পাদক ফাহিম আহমেদ। "আমরা সম্প্রচার চালিয়ে যাচ্ছি, কিন্তু বাংলাদেশের মানুষ আমাদের চ্যানেল দেখতে পাচ্ছেন না। ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে।" কিছু কেবল অপারেটর বলছেন যান্ত্রিক গোলযোগের কারণে সম্প্রসারণ বন্ধ হয়েছে, কিন্তু চ্যানেল সেই যুক্তি মানতে নারাজ।

উল্লেখ্য, নিরপেক্ষ সাংবাদিকতার জন্য বাংলাদেশে খ্যাত যমুনা চ্যানেল। এবং নির্বাচনের আগে সরকারের বিরুদ্ধে একাধিক বার সংবাদমাধ্যমের স্বাধীনতা খর্ব করার অভিযোগ উঠে এসেছে।

1.55 PM: যমুনা নিউজ চ্যানেলের সম্প্রসারণ বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি।

1.20 PM: "যাকে পছন্দ তাকেই ভোট দেব। আমি চাই দেশের উন্নয়ন বজায় থাকুক। আমি জানি কিছু মানুষ ভয় পাচ্ছেন, কিন্তু আমি পাচ্ছি না," রয়টার্সকে বললেন ২৩ বছরের মনজুর আহমেদ, যিনি জীবনে এই প্রথমবার ভোট দিলেন।

publive-image চট্টগ্রামের কক্স বাজারে ভোটদাতাদের লাইন। ছবি: পিএম নারায়ণন

1.10 PM: এক মধ্যবয়সী ব্যবসায়ী রয়টার্সকে জানালেন, "ভোট দিতেই এসেছি, কিন্তু আমার পরিবারের প্রশ্ন, কী লাভ? সেই শাসক দলই তো ক্ষমতায় আসবে।"

12.50 PM: রয়টার্স জানাচ্ছে, বহু ভোটকেন্দ্রে ভোটদাতার সংখ্যা অত্যন্ত কম। পুরোনো ঢাকার এক হাইস্কুলে ভোটদাতারা নির্বাচন নিয়ে কোনোরকম প্রতিক্রিয়া দিতে অস্বীকার করলেন, বললেন চারদিকে ভয়ের আবহ।

12.20 PM: বার্তা দিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারিক রহমানও, যিনি গ্রেফতারির ভয়ে দীর্ঘকাল দেশছাড়া। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০০৪ সালে শেখ হাসিনাকে হত্যার চক্রান্তের মূল হোতা ছিলেন। নির্বাচনের আগে খালেদা জিয়াকে জেল থেকে মুক্ত করার সবরকম প্রচেষ্টা ব্যর্থ হয়। সেই প্রেক্ষিতেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারিক বার্তা দিয়েছেন, "বাংলাদেশের প্রতিটি মায়ের কাছে আমার আবেদন; একমাত্র আপনাদের সম্মিলিত ভোটের শক্তি দিয়ে তাঁকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে।"

12 noon: বাংলাদেশের একাধিক রাজনৈতিক নেতা এবং অন্তত একজন ক্রিকেটার দেশের সবাইকে ভোটদান করার আবেদন জানিয়েছেন। ঢাকার বহু জায়গায় দেখা যাচ্ছে জনপ্রিয় ক্রিকেটার শাকিব খানের মুখ সম্বলিত ব্যানার, যেখানে তিনি দেশের যুবসমাজকে ভোটদান করতে উদ্বুদ্ধ করছেন। স্লোগান হলো: "এবার তোমার পালা।"

11.45 AM: স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আজ সকালে রাঙামাটিতে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে নিহত হন আওয়ামী যুব লীগের ঘাগরা ইউনিয়নের সাধারণ সম্পাদক মহম্মদ বশিরুদ্দিন। জানা গেছে, সংঘর্ষ শুরু হয় সকাল সাড়ে ছটায়, এবং গোলাগুলির শব্দ শোনা যায়।

11.30 AM: "গুজব ছড়ানো রুখতে" বাংলাদেশে হাই স্পিড মোবাইল ইন্টারনেট পরিষেবা আজ মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও সরকার রাজধানী ঢাকায় সকল প্রকার যানবাহন চলাচল নিষিদ্ধ করেছে, নির্বাচন পর্যবেক্ষক ও সাংবাদিকদের গাড়ি ছাড়া।

11.10 AM: সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মীরা বিরোধী দলের নেতাকর্মীদের ভোট দিতে দিচ্ছেন না। এই রিপোর্ট অস্বীকার করেছে আওয়ামী লীগ। কিছু বিএনপি নেতা আশঙ্কা প্রকাশ করেছেন যে নির্বাচনে ব্যাপক হারে 'রিগিং' চলবে। কিন্তু আওয়ামী লীগের পাল্টা দাবি, তাদের দলের নেতাই বিএনপি সমর্থকদের হাতে নিহত হয়েছেন।



10.40 AM: বাংলাদেশে ভোটে হিংসায় রক্ত ঝরল। আওয়ামী লিগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর মিলেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে, জখম হয়েছেন আরও ১০ জন।

10.30 AM: এবার বাংলাদেশের ভোটপ্রচার পর্বে ভারত-কেন্দ্রিক কোনও কথা সেভাবে শোনা যায়নি। ঢাকার এক ভারতীয় কূটনীতিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছিলেন, "নির্বাচনী প্রচারের সময় ভারতের কোনো উল্লেখই করেনি দুই প্রধান রাজনৈতিক দল। এটা গুরুত্বপূর্ণ বিষয়।" হিজবুত তাহরীর বলে একটি ইসলামি মৌলবাদী সংগঠন একটু আধটু ভারত প্রসঙ্গ তুলেছিল বটে, কিন্তু বিএনপি বা আওয়ামী লিগের কোনো নেতা কোনোরকম ভারত-বিরোধী প্রচারের ধার দিয়েই যাননি।

10.15 AM: শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতেই এবার বিরোধী জোটের মাথায় বসেছেন কামাল হোসেন। এবারের নির্বাচন প্রসঙ্গে হোসেন বলেছেন, "আমি কোনও চ্যালেঞ্জার নই। একজন ৮০ বছরের বৃদ্ধ মাত্র...দেশে গণতন্ত্র, আইনশৃঙ্খলা ফেরানোর কাজ করছি।" বিরোধী জোট জাতীয় ঐক্য ফ্রন্টের নেতৃত্বে রয়েছেন হোসেন। ঢাকার ভিকারুননিসা নুন স্কুল ও কলেজে ভোট দিলেন তিনি। উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভায় আইন ও বিদেশমন্ত্রী হিসেবে দায়িত্ব সামলেছিলেন হোসেন। তিনিই স্বাধীন বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী।

Bangladesh Election , বাংলাদেশ নির্বাচন কামাল হোসেন। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

10.00 AM: বাংলাদেশে এবার পুরুষ ভোটারের সংখ্যা ৫.২৫ কোটি। মহিলা ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের সংখ্যার থেকে কিছুটা কম। সেই সংখ্যা ৫.১৬ কোটি। এবার বাংলাদেশে ১.২ কোটি তরুণ ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

9.45 AM: বাংলাদেশের এবারের নির্বাচন হচ্ছে দলীয় সরকারের অধীনে। বিরোধীরা নিরপেক্ষ, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানালেও তা ধোপে টেকেনি। আজ পর্যন্ত বাংলাদেশে যতবার দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, প্রতিবার ক্ষমতাসীন দলই ফের সরকার গড়েছে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি বিএনপি পরিচালিত দলীয় সরকারের অধীনে হওয়া নির্বাচনে বিএনপি বিপুল জয় পায়। কিন্তু সেই সরকার মাত্র ৮৬ দিন টেকে। চার মাস পরে ওই বছরের ১২ জুন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে ভরাডুবি হয় বিএনপির।

9.30 AM: আবারও প্রধান প্রতিপক্ষকে একহাত নিলেন শেখ হাসিনা। ভোটগ্রহণ চলাকালীন বিএনপি ভোট বয়কটের সিদ্ধান্ত নিতে পারে, যা তাদের ‘রাজনৈতিক কৌশল’, এমন মন্তব্যই করেছেন হাসিনা। তিনি আরও বলেছেন, যদি খালেদার দল ভোট বয়কটের পথে হাঁটে, তবে আওয়ামী লীগের প্রার্থীরা ভোটগ্রহণ পর্ব চালিয়ে যাবেন।

9.20 AM: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধান দুই প্রতিপক্ষ আওয়ামী লিগের নেতৃত্বাধীন চৌদ্দ-দলীয় জোট এবং বিএনপি-র নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট। এছাড়াও হাতপাখা প্রতীক নিয়ে ভোটের ময়দানে আছে ‘ইসলামি আন্দোলন বাংলাদেশ’ নামে একটি রাজনৈতিক দল। সম্প্রতি বেশ কয়েকটি পুর ও গ্রামীণ ইউনিয়ন নির্বাচনে এই দলটি চমকপ্রদ ফল করেছে। চর মোনাইয়ের পীর সৈয়দ মহম্মদ ফজলুল করিমের হাতে গড়া এই দল অনেকগুলি আসনে বড় দুই জোটের হিসেব উল্টে দিতে পারে। চতুর্থ শক্তি হিসেবে নির্বাচনে লড়ছেন বাংলাদেশের কম্যুনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), গণসংহতি আন্দোলন-সহ আটটি দলের বাম গণতান্ত্রিক জোটের প্রার্থীরা। বেশ কিছু আসনে নজরকাড়া প্রচার করলেও বামেদের আসন জেতার সম্ভাবনা কার্যত নেই। দুই বড় জোটের শরিক হিসাবে হাতে গোনা কয়েকটি আসনে লড়ছেন জাসদ, ওয়ার্কাস পার্টি-সহ আরও কয়েকটি বাম দলের নেতারা।

9.10 AM: ভোট দিলেন বিএনপি-র সেক্রেটারি জেনারেল মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোট দিতে এসে তিনি বলেন, যদি মানুষ বাড়ি থেকে বেরিয়ে ভোট দিতে পারেন, তবে বিএনপি জিতবেই।

9.00 AM: এবারের ভোটে কারাবন্দী বিএনপি নেত্রী খালেদা জিয়া। তবে জেলে থেকেও ভোটারদের উদ্দেশে বার্তা দিয়েছেন খালেদা। জেল থেকে পাঠানো দলনেত্রীর বার্তা এদিন সাংবাদিক বৈঠকে জানান বিএনপি নেতা রিজভি আহমেদ। বিবৃতিতে খালেদা সকলকে ভোটের লাইনে দাঁড়ানোর আর্জি জানান। একইসঙ্গে যতক্ষণ না ফলপ্রকাশ হচ্ছে, ততক্ষণ ভোটকেন্দ্রগুলি পাহারা দেওয়ার কথা বলেছেন তিনি। শাসকদলকে নিশানা করে খালেদার মন্তব্য, "স্বৈরাচারী শাসন বন্ধ করতে এই ভোট আপনাদের জন্য একটা বড় সুযোগ।"

8.50 AM: বাংলাদশে ভোট উপলক্ষ্যে জারি করা হয়েছে কড়া নিরাপত্তা। নজরদারিতে রয়েছেন প্রায় ৬ লক্ষ নিরাপত্তা কর্মী। এছাড়াও সেনা ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে আটজনকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন। রবিবার মধ্যরাত পর্যন্ত সে দেশে ইন্টারনেট পরিষেবা বন্ধ ছিল।

8.40 AM: ভোট দিলেন শেখ হাসিনা। সকাল সকাল ঢাকা সিটি কলেজ ভোটকেন্দ্রে ভোট দিলেন তিনি। ভোট দিতে এসে হাসিনা বলেন, "আওয়ামী লীগকেই ভোট দেবেন সাধারণ মানুষ।" ‘ঢাকা ট্রিবিউন’ সূত্রে এমনই খবর।

sheikh hasina বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস

8.34 AM: ৩০০ টি আসনের মধ্যে ২৯৯ টি আসনে চলছে ভোটগ্রহণ। আজ সে দেশে ১,৮৪৮ জন প্রার্থীর ভাগ্যপরীক্ষা। ৪০,১৯৩ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

8.25 AM: কমিশনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, “জাতি, ধর্ম, রাজনৈতিক মতবাদ, লিঙ্গ নির্বিশেষে যে কোনো ধর্মীয় বা জাতিগতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট দিতে পারবেন এবং তারপর নিরাপদে তাঁদের গৃহে থাকতে পারবেন।”

8.15 AM: স্থানীয় সময় সকাল ৮ টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। বিকেল ৪ টে পর্যন্ত চলবে। জারি করা হয়েছে জোরদার নিরাপত্তা।

এবারের নির্বাচনের একটি মূল ইস্যু হয়ে দাঁড়িয়েছে দেশের সংখ্যালঘুদের পরিস্থিতি, যার "সংবেদনশীল" দিকটা ক্রমশই ঢাকার কূটনৈতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছে। বাংলাদেশের ১৬ কোটি নাগরিকের মধ্যে আন্দাজ দশ শতাংশ সংখ্যালঘু, যাঁদের মধ্যে ৮-৯ শতাংশ হিন্দু, ০.৫ শতাংশ খ্রিস্টান, এবং বাদবাকি বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ।

International news Bangladesh
Advertisment