Advertisment

Bangladesh Quota Andolon: কোটা বিরোধী রক্তক্ষয়ী আন্দোলন বাংলাদেশে, মৃত বেড়ে ১০৫, নামল সেনা, জারি কার্ফু

Bangladesh protests: কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে দলে দলে সেখান থেকে বিদেশি ছাত্রছাত্রীরা ফিরে আসতে শুরু করেছেন। যেভাবেই হোক বাংলাদেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন তাঁরা। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, "সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক।" সংবাদ সংস্থা এপি-র মতে, বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তাঁরাও আলোচনার জন্য তৈরি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh Protests Government imposes curfew, deploys military to keep order, বাংলাদেশ, কোটা বিক্ষোভ

Bangladesh quota protests: কোটা বিরোধী আন্দোলনে বাংলাদেশের যুব সমাজ। ছবি: রয়টার্স।

Bangladeshi University Students Protest Quota System: কোটা বিরোধী বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। হিংসার আগুন জ্বলছে সে দেশে। ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। ভারতের পড়শি দেশে লাগাতার প্রতিবাদ-আন্দোলনের জেরে আরও উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। আন্দোলনরত পড়ুয়াদের থামাতে আরও কড়া পদক্ষেপ শেখ হাসিনা সরকারের। এখনও পর্যন্ত ১০৫ জনের মৃত্যুর খবর মিলেছে। আহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে। পরিস্থিতি সামলাতে সেনা নামানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বাংলাদেশ সরকার।

Advertisment

কোটা বিরোধী বিক্ষোভের জেরে বাংলাদেশের পরিস্থিতি এতটাই খারাপ যে দলে দলে সেখান থেকে বিদেশি ছাত্রছাত্রীরা ফিরে আসতে শুরু করেছেন। যেভাবেই হোক বাংলাদেশ থেকে বেরোনোর চেষ্টা করছেন তাঁরা। বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, "সরকার আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে ইচ্ছুক।" সংবাদ সংস্থা এপি-র মতে, বিক্ষোভকারীরা জানিয়েছেন যে তাঁরাও আলোচনার জন্য তৈরি।

যাইহোক, বিক্ষোভের সমন্বয়কারী নাহিদ ইসলাম রয়টার্সকে বলেন, "আলোচনা এবং গুলি চালানো একসাথে যায় না… আমরা আলোচনার জন্য মৃতদেহকে পদদলিত করতে পারি না"। এদিকে, বিক্ষোভের জেরে বাংলাদেশে মোবাইল ইন্টারনেট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আরও পড়ুন- বাংলাদেশে লাগাতার ছাত্র বিক্ষোভের নেপথ্যের কারণ কী?

বিদেশ মন্ত্রক শুক্রবার বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঢাকায় ভারতের হাইকমিশনের জারি করা পরামর্শ অনুযায়ী চলার নির্দেশ দিয়েছে। কোটা বিক্ষোভের মধ্যে নাগরিকদের বাংলাদেশে বেড়ানোর ক্ষেত্রে ও বাড়ির বাইরে চলাচল কমানোর জন্য অনুরোধ করেছিল বাংলাদেশে ভারতের হাই কমিশন। বিদেশ মন্ত্রকের উপদেষ্টা জানিয়েছিলেন যে হাই কমিশন এবং সহকারি হাই কমিশনগুলি যে কোনও সহায়তার জন্য হেল্পলাইন নম্বরগুলিতে উপলব্ধ থাকবে।

কোটা বিরোধী বিক্ষোভ যত দিন যাচ্ছে ততই হিংসাত্মক হয়ে উঠছে বাংলাদেশে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় শুক্রবার দেশব্যাপী কারফিউ জারি এবং শৃঙ্খলা বজায় রাখতে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা করেছে, সংবাদসংস্থা এএফপি এমনই জানিয়েছে। রিপোর্ট অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে ১০৫-এ পৌঁছেছে।

আরও পড়ুন- Bangladesh Protests Updates: প্রতিবাদ আন্দোলনে উত্তাল বাংলাদেশ, মিছিল-সভা নিষিদ্ধ, বন্ধ মৈত্রী এক্সপ্রেস, মৃত ৫০

ইতিমধ্যে, ১২৫ জন ভারতীয় ছাত্র এবং ১৩ নেপালি ছাত্র সহ ২৪৫ ভারতীয় নাগরিক আজ রাতে বাংলাদেশ থেকে স্থল সীমান্ত দিয়ে ভারতে ফিরতে চলেছেন। বাংলাদেশের টেলিভিশন নিউজ চ্যানেলগুলি বন্ধ। টেলিযোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হয়েছে। অনেক সংবাদপত্রের ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলিও নিষ্ক্রিয় রয়েছে। বিদেশি টেলিফোন এবং ইন্টারনেট কলও করা যাচ্ছে না।

Bangladesh India bangladesh quota protests Quota protest bangladesh 2024 Quota protest
Advertisment