কঠোর ট্রাফিক আইনের বিরুদ্ধে বাংলাদেশে পরিবহণ ধর্মঘট

এই আইন লাগু হলে ট্রাফিক নিয়ম  লঙ্ঘনকারীদের পাঁচ বছর পর্যন্ত জেল বা ৫ লক্ষ (বাংলাদেশি) টাকা জরিমানা অথবা দুই-ই হতে পারে।

এই আইন লাগু হলে ট্রাফিক নিয়ম  লঙ্ঘনকারীদের পাঁচ বছর পর্যন্ত জেল বা ৫ লক্ষ (বাংলাদেশি) টাকা জরিমানা অথবা দুই-ই হতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তীব্র ছাত্র আন্দোলনের জেরেই কঠোর আইন এনেছে সরকার

বাংলাদেশের নতুন পরিবহণ আইনে সংশোধনীর দাবিতে ৪৮ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন সে দেশের পরিবহণ শ্রমিকরা। এই ধর্মঘটের ফলে রবিবার সে দেশে স্বাভাবিক জীবন যাত্রা সম্পূর্ণ ব্যাহত হয়েছে।

Advertisment

রাজধানী ঢাকায় কোনও বাস চলছে না। ফলে হাজার হাজার মানুষ রাস্তায় দাঁড়িয়ে আছেন, জানিয়েছে জিনহুয়া সংবাদ সংস্থা। তবে শহরের রাস্তায় রিকশা, অটো ও প্রাইভেট কার দেখা যাচ্ছে বলে জানা গেছে।

শনিবার রাতে পরিবহণ শ্রমিকরা ঘোষণা করেন, রবিবার সকাল থেকে দু দিনের পরিবহণ ধর্মঘটে শামিল হচ্ছেন তাঁরা।

Advertisment

আরও পড়ুন, বাংলাদেশের কিশোর-কিশোরীদের দৈত্যবধের অসম্ভব রূপকথা তৈরির গল্প!

গত মাসেই পথ পরিবহণ আইন ২০১৮ পাশ হয়েছে বাংলাদেশে। এই আইনে গাড়ি চলাচলে বেনিয়মের ক্ষেত্রে কড়া শাস্তির ব্যবস্থা রয়েছে।

আইন বলবৎ হওয়ার জন্য এখন বাকি রাষ্ট্রপতির অনুমোদন। এই আইন লাগু হলে ট্রাফিক নিয়ম  লঙ্ঘনকারীদের পাঁচ বছর পর্যন্ত জেল বা ৫ লক্ষ (বাংলাদেশি) টাকা জরিমানা অথবা দুই-ই হতে পারে।

দেশের বর্তমান পরিবহণ আইনে ট্রাফিক বিধি লঙ্ঘন করলে ৩ বছর পর্যন্ত জেল হতে পারে। এক্ষেত্রে জামিনেরও সুযোগ রয়েছে।

গত জুলাই মাসে বাংলাদেশে একটি বাস চাপা পড়ে ২ ছাত্রের মৃত্যু এবং আরও ৯ জনের আহত হওয়ার ঘটনার পর দেশ জোড়া ছাত্র আন্দোলনের চাপে কঠোর ট্রাফিক আইন আনা হয়েছে।

.

Bangladesh