Advertisment

Bangladesh Violence: 'শীঘ্রই ফিরছি'…! দেশ ছাড়ার পর প্রথম বার্তা হাসিনার, আমেরিকার বিরুদ্ধে আনলেন বিরাট অভিযোগ

বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর প্রথম মুখ খুললেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে এনেছেন ধুঁয়াধার অভিযোগ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladesh, Bangladesh Violence, sheikh hasina, World News, sheikh hasina news, sheikh hasina interview, sheikh hasina message, Bangladesh latest news, Bangladesh new pm, বাংলাদেশে হিন্দুদের উপর হামলা, Bangladesh hindu, sheikh hasina message, শেখ হাসিনা আমেরিকার বিরুদ্ধে অভিযোগ, বাংলাদেশ "

বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর প্রথম মুখ খুললেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে এনেছেন ধুঁয়াধার অভিযোগ।

sheikh hasina: 'আমেরিকা আমাকে ক্ষমতা থেকে উৎখাত করেছে…' বাংলাদেশে ক্ষমতার পালা বদলের পর প্রথম মুখ খুললেন সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি আমেরিকার বিরুদ্ধে এনেছেন ধুঁয়াধার অভিযোগ।

Advertisment

আমেরিকার বিরুদ্ধে বড় অভিযোগ করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে ভারতে রয়েছেন। শেখ হাসিনা বলেছেন, সেন্ট মার্টিন দ্বীপ হস্তান্তর না করায় আমেরিকা আমাকে ক্ষমতা থেকে উৎখাত করেছে। হাসিনা আরও বলেছেন, 'সেন্ট মার্টিন দ্বীপ পাওয়ার পর বঙ্গোপসাগরে আমেরিকার প্রভাব বাড়বে'।

তাঁর বার্তায় বাংলাদেশি নাগরিকদের মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত না হওয়ার জন্য সতর্ক করেছেন তিনি। তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পাঠানো বার্তায় শেখ হাসিনা বলেন, "আমি পদত্যাগ করেছি যাতে মৃত্যুমিছিল দেখতে না হয়। তারা ছাত্রদের লাশের উপর ভর করে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি এটা হতে দিইনি, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছি"।

হাসিনা আরও বলেন, “আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন দ্বীপের সার্বভৌমত্ব ছেড়ে দিতাম এবং বঙ্গোপসাগরে যুক্তরাষ্ট্রকে প্রভাব বিস্তার করতে দিতাম। আমি আমার দেশের জনগণকে অনুরোধ করছি, দয়া করে মৌলবাদীদের দ্বারা বিভ্রান্ত হবেন না।”

শেখ হাসিনা আরও বলেন, "আমি যদি দেশে থাকতাম, তাহলে আরও প্রাণহানি হত, আরও সম্পদ ধ্বংস হত। তাই আমি দেশ ছাড়ার মত কঠিন সিদ্ধান্ত নিয়েছিলাম। দলের অনেক নেতাকে হত্যা করা হয়েছে, কর্মীদের হয়রানি করা হয়েছে এবং তাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে এই খবর শুনে আমার হৃদয় আজ ভারাক্রান্ত"। পাশাপাশি হাসিনা বলেন, 'আমি শীঘ্রই ফিরে আসব। যে জাতির জন্য আমার মহান পিতা লড়াই করেছেন, যে জাতির জন্য আমার বাবা ও পরিবার তাদের জীবন উৎসর্গ করেছেন, সেই জাতির জন্য আওয়ামী লীগ বারবার আওয়াজ তুলবে"।

সংরক্ষণ আন্দোলন ও ছাত্র বিক্ষোভের কথা উল্লেখ করে হাসিনা বলেন, "আমি বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের কাছে আবারও বলতে চাই যে, আমি কখনোই তাদের রাজাকার বলিনি… কিন্তু আমার কথাগুলো আপনাদের উস্কে দেওয়ার জন্য টুকরো টুকরো করে ব্যবহার করা হয়েছে। সেই সঙ্গে হাসিনা ছাত্রদের উদ্দেশে বলেন , "আমি আপনাদের সেদিনের পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। ষড়যন্ত্রকারীরা আপনাদের সরলতার সুযোগ নিয়েছে এবং দেশকে অস্থিতিশীল করতে আপনাকে ব্যবহার করেছে।"

Sheikh Hasina Bangladesh Quota Protest
Advertisment