Advertisment

কলকাতা বিমানবন্দরে অস্ত্রসহ ধৃত বাংলাদেশি

সোমবার কলকাতা থেকে ঢাকা যাওযার পথে মহম্মদ গোলাম হায়দার নামের ওই বাংলাদেশিকে বিমানবন্দর থেকে অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
kolkata news, কলকাতার খবর

কলকাতা বিমানবন্দরে অস্ত্রসহ ধৃত এক বাংলাদেশি। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও শহরে পুলিশি জালে ধরা পড়ল এক বাংলাদেশি। অস্ত্র নিয়ে যাওয়ার অভিযোগে সোমবার ওই বাংলাদেশিকে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ। প্রয়োজনীয় নথি ছাড়াই অস্ত্রশস্ত্র ওই ব্যক্তি সঙ্গে রেখেছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisment

বিধাননগর পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতা থেকে ঢাকা যাওযার পথে মহম্মদ গোলাম হায়দার নামের ওই বাংলাদেশিকে বিমানবন্দর থেকে অস্ত্রশস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। ধৃতের থেকে .৩২ বোরের আগ্নেয়াস্ত্রের ৩৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

আরও পড়ুন, হাওড়া ব্যাঙ্ক কর্মীর নৃশংস খুনের ঘটনায় ধৃত আরও চার

সূত্র মারফৎ জানা গিয়েছে, মহম্মদ গোলাম হায়দার নামে ওই বাংলাদেশি চলতি মাসের ৫ তারিখে ঢাকা থেকে কলকাতায় আসেন। গতকাল কলকাতা থেকে ঢাকার বিমান ধরতে যাওয়ার পথে বিমানবন্দরে চেক ইনের সময় হায়দারের ব্যাগ থেকে ওই অস্ত্রশস্ত্রের হদিশ মেলে। কেন তাঁর ব্যাগে ওই অস্ত্র রাখা ছিল, তা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেননি ওই বাংলাদেশি। এমনকি, এ নিয়ে কোনও উপযুক্ত নথিও দেখাতে পারেননি তিনি।

এ ঘটনা প্রসঙ্গে সূত্র মারফৎ আরও জানা গিয়েছে যে চলতি মাসের ৫ তারিখ ঢাকা থেকে স্ত্রীর সঙ্গে হায়দার কলকাতায় আসেন। তাঁদের সঙ্গে কলকাতায় আসেন হায়দারের স্ত্রীর এক পরিচারিকা। কলকাতার আর এন টেগোর হাসপাতালে চিকিৎসার জন্যই হায়দাররা ঢাকা থেকে কলকাতায় আসেন বলে দাবি করেছেন ওই বাংলাদেশি। জেরায় হায়দার এও জানিয়েছেন যে তাঁর কাছে রিভলভার রাখার লাইসেন্স রয়েছে। বাংলাদশের সিরাজগঞ্জ থানা থেকে রিভলভারের জন্য লাইসেন্স করিয়েছিলেন বলে জেরায় দাবি করেছেন ওই বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যদিও ওই লাইসেন্স দেখাতে পারেননি মহম্মদ গোলাম হায়দার।

police kolkata news
Advertisment