/indian-express-bangla/media/media_files/2025/01/22/s2aPngryjCkMUiIRnyTe.jpg)
সইফের উপর হামলার আগে মান্নাতে প্রবেশের চেষ্টা ! পুলিশি জেরায় চাঞ্চল্যকর দাবি বাংলাদেশির Photograph: (ফাইল ছবি)
Saif Ali Khan Attack Latest News: সইফ আলি খানের উপর হামলার ঠিক আগে শাহরুখের বাংলো মান্নাতে প্রবেশের চেষ্টা বাংলাদেশি শরিফুলের! পুলিশি জেরায় সামনে এল চাঞ্চল্যকর তথ্য।
সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যে পুলিশের জালে বাংলাদেশি শরিফুল। জেরার মুখে তিনি জানিয়েছেন সইফের উপর হামলার আগে তিনি মান্নাতের দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছিলেন। সব জেনেশুনে রীতিমত অবাক মুম্বই পুলিশ।
শরিফুল ইসলাম শাহেজাদ বর্তমানে মুম্বই পুলিশের হেফাজতে রয়েছেন। জেরার মুখে সামনে এসেছে বিরাট তথ্য। শরিফুল পুলিশকে জানিয়েছেন, সাইফ আলি খানের উপর হামলার আগে তিনি শাহরুখ খানের মান্নাতের দেওয়াল বেয়ে উপরে ওঠার চেষ্টা করেছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি দীর্ঘদিন ধরে শাহরুখ খানের একজন বড় ভক্ত। এই কারণেই মান্নাতের দেওয়াল বেয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন তিনি। যদিও তিনি জানিয়েছেন এর পিছনে তার কোন খারাপ মতলব ছিল না।
সম্প্রতি এমনও শোনা যায়, সইফের উপর হামলার ঘটনায় আগে কেউ একজন শাহরুখ খানের বাংলোর দেওয়াল বেয়ে ওঠার চেষ্টা করেন। এখন শরিফুলের বক্তব্য থেকে স্পষ্ট মান্নাতের দেওয়াল বেয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করেন এই বাংলাদেশি যুবকই।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে শারিফুল জেরার জানিয়েছেন, যে সাইফ আলি খানের উপর হামলার পিছনে তার কোন পরিকল্পনা ছিল না। পুলিশ সূত্রে জানা গেছে, ঘরে ঢোকার জন্য তার কাছে স্ক্রু ড্রাইভার, হাতুড়ি এবং ব্লেডের মতো সরঞ্জাম ছিল। যে ছুরি দিয়ে সাইফ আলি খানকে আক্রমণ করা হয়েছিল, সেটি থানের একটি রেস্তোরাঁ থেকে চুরি করে এই বাংলাদেশি। তদন্তে আরো জানা গিয়েছে এজেন্টকে ১০ হাজার টাকা দিয়ে ভারতে প্রবেশ করে শরিফুল।
পুলিশের মতে, শরিফুল ইসলাম শাহেজাদ বাংলাদেশ থেকে অসম হয়ে ভারতে প্রবেশ করেছিলেন। এই কাজের জন্য সে এজেন্টকে ১০,০০০ টাকা দিয়েছিলেন। পরে, এই এজেন্টের সাহায্যে, তিনি প্রথমে কলকাতা এবং তারপর মুম্বই পৌঁছান। এই এজেন্টই তাকে ভারতে একটি সিম কিনতে সাহায্য করেছিল।