Advertisment

টানা একবছর একাকী! তারপরেও করোনা আক্রান্ত ‘দুর্ভাগা’ তসলিমা

'এক এক করে যদি লিখি কী কী ঘটেছে জীবনে যা ঘটার কথা ছিল না, তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পড়ে কেউ কূল পাবে না।'

author-image
IE Bangla Web Desk
New Update
Taslima Nasrin, Covid-19, Facebook Post, Bangladesh

তসলিমা নাসরিন। ফোটো- টুইটার

করোনা আক্রান্ত বাংলাদেশী লেখিকা তসলিমা নাসরিন। রবিবার একটি ফেসবুক পোস্ট করে তিনি একথা জানিয়েছেন। ২০২০ মার্চ থেকে তিনি একাই নিভৃতবাসে রয়েছেন। তারপরেও কীভাবে তাঁর করোনা? সেনিয়ে বেশ উদ্বিগ্ন এই লেখিকা।

Advertisment

তিনি লেখেন, ‘আমি চিরকালই বড় দুর্ভাগা। এই যে গত বছরের মার্চ মাস থেকে একা আছি ঘরে, একখানা ইন্ডোর ক্যাট সঙ্গী, কোথাও এক পা বেরোলাম না, কাউকে ঘরে ঢুকতে দিলাম না, রান্না বান্না বাসন মাজা কাপড় কাচা ঝাড়ু মোছা সব একাই করলাম, কী লাভ হলো? কিছুই না। ঠিকই কোভিড হলো। গত এক বছরে শুধু একবার এক ঘণ্টার জন্য বাইরে বেরিয়েছিলাম, তাও দু'মাস আগে, টিকার প্রথম ডোজ নিতে। ওই ডোজটি কিছু অ্যান্টিবডি তৈরি করেছিল বলে হয়তো এ যাত্রা বেঁচে গেছি।‘

এখানেই শেষ নয়। তাঁর জীবনে সবকিছু প্রতিকূল। এই ইঙ্গিত দিয়ে তিনি ওই পোস্টে জুড়েছেন, ‘আমি চিরকালই বড় দুর্ভাগা। এক এক করে যদি লিখি কী কী ঘটেছে জীবনে যা ঘটার কথা ছিল না, তাহলে তালিকা এত দীর্ঘ হবে যে পড়ে কেউ কূল পাবে না। আপাতত কোভিড হওয়ার দুঃখটাই থাক। দুঃখ থাকাও হয়তো ঠিক নয়। কারণ ধীরে ধীরে আমি সুস্থ হয়ে উঠছি। কিন্তু হাজারো মানুষ যারা সুস্থ হতে পারেনি! যারা শ্বাস নিতে আপ্রাণ চেষ্টা করেছে কিন্তু পারেনি শ্বাস নিতে! দুঃখগুলো বরং তাদের জন্য থাক। এখন এইটুকু অন্তত ভালো লাগছে, এটি আর স্টিগমা নয় আগের মতো।‘

পোস্টে তাঁর মন্তব্য, ‘কারও কোভিড হলে সে লুকিয়ে রাখতো খবর, কারণ কোভিড হওয়াটা অনেকটা ছিল এইডস হওয়ার মতো। সমাজ ব্রাত্য করে দিত। এক বছরে এত মানুষকে ধরেছে এই কোভিড, এতে, ভালো, যে, স্টিগমাটা গেছে। কেউ আর বলতে দ্বিধা করেনা যে তার কোভিড হয়েছে।‘

Facebook Post Taslima Nasrin COVID-19 Bangladesh
Advertisment