Advertisment

পরিযায়ী শ্রমিকদের উপর জীবাণুনাশক স্প্রে, বরেলিতে তুমুল বিতর্ক

উত্তরপ্রদেশের বরেলির এই ছবি সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে দেশে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বরেলিতে তুমুল বিতর্ক

রাস্তায় বসে রয়েছেন পরিযায়ী শ্রমিকরা। তাঁদের উপর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। উত্তরপ্রদেশের বরেলির এই ছবি সামনে আসতেই বিতর্কের ঝড় উঠেছে দেশে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। এমন কাণ্ডের জন্য় যাঁরা জড়িত, তাঁদের বিরুদ্ধে ব্য়বস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে।

Advertisment

এ ঘটনা প্রসঙ্গে জেলাশাসক নীতীশ কুমার জানিয়েছেন, দিল্লি থেকে ওই পরিযায়ী শ্রমিকরা বরেলিতে এসেছেন। বরেলি নগর নিগম ও দমকল তাঁদের উপর জীবাণুনাশক স্প্রে করেছে। জলের সঙ্গে সোডিয়াম হাইপোক্লোরিট মিশিয়ে স্প্রে করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, যাঁরা আক্রান্ত, তাঁদের জেলা মুখ্য় স্বাস্থ্য় আধিকারিকের নির্দেশে চিকিৎসা চলছে।

আরও পড়ুন: ৫ নয় ১০ লাখের বিমা, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের জন্য নয়া ঘোষণা মমতার

ভিডিওতে দেখা গিয়েছে, মহিলা-সহ প্রায় ৪০ জন পরিযায়ী শ্রমিক পিঠে ব্য়াগ নিয়ে রাস্তায় বসে রয়েছেন। তারপর তাঁদের উপর জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে। ভিডিওতে এও দেখা গিয়েছে, পরিযায়ী শ্রমিকদের চোখ বন্ধ রাখতে বলছেন একজন আধিকারিক। বিশেষজ্ঞদের মতে, এই রাসায়নিক স্প্রের ফলে কোনও সমস্য়া হতে পারে। চোখে এই স্প্রে লাগলে ক্ষতি হতে পারে।

আরও পড়ুন: দেশে জরুরি অবস্থা জারির গুজব ওড়াল ভারতীয় সেনা

এদিন, এ ধরনের 'অমানবিক' কাজ থেকে বিরত থাকার আর্জি জানিয়ে উত্তরপ্রদেশ সরকারের উদ্দেশে টুইট করেছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। টুইটে প্রিয়াঙ্কা লিখেছেন, ''উত্তরপ্রদেশ সরকারকে অনুরোধ করছি যে আমরা সকলে এই বিপর্যয়ের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি কিন্তু দয়া করে এ ধরনের অমানবিক পদক্ষেপ করবেন না। এই শ্রমিকরা এমনিতেই অনেক কষ্টে রয়েছেন। রাসায়নিক দিয়ে এভাবে স্প্রে করবেন না। এতে ওঁদের ভাল হবে না, বরং আরও ক্ষতি হবে''।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

uttar pradesh
Advertisment