ফ্রান্সের জাতীয় দিবস ব্যাস্টিল প্যারেডে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী মোদীকে আমন্ত্রণ জানিয়েছে। বাস্তিল ডে প্যারেডে ভারতের তিন বাহিনীর সেনা এবং রাফালে যুদ্ধবিমানও অংশ নিচ্ছে। ভারত এবং ফ্রান্স কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্ণ করেছে। এমন পরিস্থিতিতে দুই দেশই এই অংশীদারিত্বের রজতজয়ন্তী উদযাপন করছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের 'বাস্তিল ডে প্যারেডে'র প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন। প্রতি বছর ১৪ জুলাই ফ্রান্স তার জাতীয় দিবস উদযাপন করে। এটি 'বাস্তিল ডে প্যারেড' নামে পরিচিত। এতে অংশ নিচ্ছে ভারতের তিন বাহিনীর সৈন্যরা। মোট সদস্য সংখ্যা ২৬৯। ভারত-ফ্রান্স কৌশলগত অংশীদারিত্ব ২৫ বছর পূর্ণ করেছে। ভারত এবং ফ্রান্সও তাদের কৌশলগত অংশীদারিত্ব এবং বন্ধুত্ব উদযাপন করছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও হিন্দিতে টুইট করে ভারত-ফরাসি কৌশলগত অংশীদারিত্বের ২৫ বছর পূর্ণ হওয়ার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরে এখন UPI লেনদেনও সম্ভব হয়েছে। এটি ভারতের জন্য একটি বড় অর্জন। এছাড়াও ভারত তার যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তের জন্য ফ্রান্সের কাছ থেকে অতিরিক্ত ২৬টি রাফালে যুদ্ধ বিমান কিনছে। ফ্রান্সের কাছ থেকে তিনটি বিশেষ সাবমেরিন কেনার চুক্তিতেও অনুমোদন দিয়েছে ভারত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার "গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার"-এ ভূষিত হয়েছেন। সফরের প্রথম দিনেই ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে এই সম্মান দেন। সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই এটি ফ্রান্সের সবচেয়ে বড় সম্মান। প্রধানমন্ত্রী মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী যাকে এই সম্মানে ভূষিত করা হয়েছে।