/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/boris.jpg)
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর আগেই পাওয়া গিয়েছিল, কিন্তু সাতদিনের স্বেচ্ছা একাকীত্বে (সেলফ আইসোলেশন) থাকা সত্ত্বেও জ্বর না কমায় রবিবার রাতে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি হতে হয়েছিল ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনকে। সোমবার তাঁর অবস্থার অবনতি হওয়ায় ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সরিয়ে নিয়ে যেতে হয়েছে তাঁকে, জানাচ্ছে ১০ নং ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর দফতর।
আপাতত ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব-এর হাতে রয়েছে দেশের সরকার পরিচালনার ভার। প্রধানমন্ত্রীর দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, "আজ (সোমবার) সারা দুপুর ধরে অবনতি হয় প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থার, এবং তাঁর মেডিক্যাল টিম-এর পরামর্শ মেনেই তাঁকে হাসপাতালের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।"
এর আগে সোমবারই হাসপাতালে নিজের বেড থেকে বার্তা দিয়ে ৫৫ বছরের জনসন জানিয়েছিলেন যে তিনি "খোশমেজাজে" রয়েছেন, এবং ব্রিটেনের করোনাভাইরাস লড়াই জারি রাখতে হাসপাতালে থাকা সত্ত্বেও নিজের মন্ত্রীগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছেন।
একটি টুইটার পোস্ট করে তিনি জানান, "গত রাতে আমার ডাক্তারের পরামর্শে আমি হাসপাতালে যাই কিছু নিয়মমাফিক পরীক্ষার জন্য, যেহেতু আমি এখনও করোনাভাইরাসের উপসর্গে ভুগছি। আমি খোশমেজাজে আছি, এবং আমার টিম-এর সঙ্গে যোগাযোগ রাখছি, আমরা একসঙ্গে লড়ছি সকলকে নিরাপদ রাখতে।"
আরও পড়ুন: করোনা আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী, শুভেচ্ছা নরেন্দ্র মোদীর
তিনি আরও লেখেন, "আমি ধন্যবাদ জানাতে চাই এনএইচএস (ন্যাশনাল হেলথ সার্ভিস)-এর উৎকৃষ্ট কর্মীদের, এই কঠিন সময়ে আমার এত যত্ন নেওয়ার জন্য। আপনারা ব্রিটেনের শ্রেষ্ঠ। সবাই সুরক্ষিত থাকুন, এবং দয়া করে বাড়িতে থাকুন যাতে এনএইচএস ভালো থাকে এবং জীবন বাঁচে।"
অন্যদিকে, ব্রিটেনের আবাসন তথা সম্প্রদায় সচিব রবার্ট জেনরিক সোমবার সকালে বিবিসি-কে জানান, এখনও ব্রিটেনের করোনা মোকাবিলার নেতৃত্ব দিচ্ছেন জনসনই, এবং শিগগিরই তিনি ১০ নং ডাউনিং স্ট্রিটে ফিরবেন বলে আশা। "এটা কোনও জরুরি ভিত্তিতে ভর্তি নয়। নিয়মমাফিক কিছু পরীক্ষার জন্য পরিকল্পিত ভাবেই ভর্তি হয়েছেন। উনি ভালো আছেন বলেই জানি।"
গত শুক্রবার পর্যন্ত ডাউনিং স্ট্রিটের বাড়ি থেকে ভিডিও কনফারেন্স মারফত প্রাত্যহিক বৈঠকের নেতৃত্ব দিয়েছেন জনসন। আজ থেকে ১০ দিন আগে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। শুক্রবার টুইটারে নিজের শেষ ভিডিও বার্তায় তিনি বলেন যে এখনও সামান্য কিছু রোগের লক্ষণ রয়েছে তাঁর। "এখনও জ্বর আছে আমার। সুতরাং সরকারের নির্দেশ মেনেই আমাকে সেলফ আইসোলেশন-এ থাকতে হবে যতক্ষণ না সেটা চলে যাচ্ছে। তবে আমরা সবসময়ই ভাইরাসকে পরাস্ত করার কাজ চালিয়ে যাচ্ছি।"
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন