Advertisment

মিথ্যার উপর ভিত্তি করেই তৈরি এই ‘তথ্যচিত্র’, BBC কে বিঁধে মোদীর প্রশংসা ব্রিটিশ সরকারের

ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা বব ব্ল্যাকম্যান বলেছেন, তথাকথিত ‘ডকুমেন্টারি’ প্রোপাগান্ডার একটি অংশ।

author-image
IE Bangla Web Desk
New Update
bbc,bbc documentary,british mp bob blackman,narendra modi,bbc tax survey

‘বিবিসি ডকুমেন্টারি’ নিয়ে বিতর্ক চলছে বেশ কয়েকদিন ধরেই। এবার পুরো বিষয়টি নিয়ে ‘ব্রিটিশ সরকারের’ বক্তব্য সামনে এসেছে। ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নেতা বব ব্ল্যাকম্যান বলেছেন, তথাকথিত ‘ডকুমেন্টারি’ প্রোপাগান্ডার একটি অংশ।  নরেন্দ্র মোদীকে আক্রমণ করা হল জঘন্য সাংবাদিকতার লজ্জাজনক উদাহরণ। এটা কখনোই বিবিসির সম্প্রচার করা উচিত হয়নি।

Advertisment

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিবিসি ডকুমেন্টারির বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত রয়েছে। ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান এই তথ্যচিত্রকে দুর্বল সাংবাদিকতা বলে বর্ণনা করেছেন। বব ব্ল্যাকম্যান বলেছিলেন যে এটি কখনই প্রচার করা বিবিসি’র উচিত ছিল না, এটা মিথ্যার উপর ভিত্তি করে একটি ‘তথ্যচিত্র’।

ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বিবিসির ওপর সাম্প্রতিক আয়কর হানা নিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন যে এটা নতুন কিছু নয়। বিবিসি ইন্ডিয়ার কাজ হল সকল প্রকার নিয়ম মেনে চলা। বব ব্ল্যাকম্যান বলেন, বিবিসির উচিত তদন্তে সহযোগিতা করা এবং তদন্তে কী উঠে আসছে তার জন্য অপেক্ষা করা।

পাশাপাশি ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন যে ব্রিটেনের কাছে ভারত এক শক্তিশালী মিত্র, দুই দেশই তাদের মধ্যে একটি বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। বিবিসির তথ্যচিত্রের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে এই বন্ধুত্ব নষ্ট করার চেষ্টা দুঃখজনক। দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে প্রধানমন্ত্রী মোদীর ভূয়সী প্রশংসা করেন তিনি। বব ব্ল্যাকম্যান আরও বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে বিবিসি-র তথ্য চিত্র মিথ্যা প্রচারের একটি অংশ। ভারতের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার লক্ষ্যে এটি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমি দীর্ঘদিন ধরেই বিজেপির সমর্থক। আমি বিজেপিকে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির স্বাভাবিক মিত্র মনে করি। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী মোদীর প্রশংসা করে বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি গুজরাটকে ভারতের অর্থনীতির ‘পাওয়ার হাউসে’ পরিণত করেছেন। এখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি ভারতকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

Britain BBC Documentary Row
Advertisment