scorecardresearch

সীমান্ত সমস্যা-সন্ত্রাসবাদ ইস্যুতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ মোদীর

চিন-পাকিস্তানকে একহাত নিয়েছেন মোদী

Narendra Modi, armed forces, Humanitarian Assistance and Disaster Relief, Ministry of Defence, Indian Express, India news, current affairs"
চিন-পাকিস্তানকে একহাত নিয়ে সীমান্ত সমস্যা-সন্ত্রাসবাদ ইস্যুতে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সেনাবাহিনীকে তৈরি থাকার নির্দেশ

সম্ভাব্য হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকুন, সেনাবাহিনীকে বার্তা প্রধানমন্ত্রীর। ভোপালে কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে এক ভাষণে মোদী সাইবার নিরাপত্তা, সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ সহ একাধিক উদীয়মান চ্যালেঞ্জ ও সম্ভাব্য হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন।

প্রতিরক্ষামন্ত্রক সূত্রে খবর জরুরি পরিস্থিতিতে যে কোনও প্রয়োজনীয় প্রযুক্তি ও অস্ত্র নিয়ে দেশের সেনাবাহিনী যে কোনও ধরণের পরিস্থিতির মোকাবিলা করতে সক্ষম। জানা গিয়েছে এই কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্সে আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবিলার জন্য সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়েছে। আর আন্তঃসীমান্ত সন্ত্রাস মোকাবিলায় দেশের সেনাবাহিনী কতটা তৈরি তা এদিনে নিজেই প্রত্যক্ষ করলেন প্রধানমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানে দেশের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশের সেনার তিনটি পর্যায়ই যাতে যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুত থাকে, তার জন্য পদক্ষেপ নিতে হবে। এদিনের এই অনুষ্ঠানে সশস্ত্র বাহিনীর প্রস্তুতি এবং ‘স্বনির্ভরতা’ অর্জনের অগ্রগতিও পর্যালোচনা করা হয়।এতে তিন বাহিনীর কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। জয়েন্ট কমান্ডার সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আমাদের বাহিনী ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পুর্ণরূপে সক্ষম’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে আমাদের সেনাবাহিনী ভবিষ্যতের যেকোনও চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত এবং সক্ষম। পাশাপাশি চিনের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিরক্ষা চ্যালেঞ্জ মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রী পাকিস্তানের সন্ত্রাবাদকে মদর ও আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং সেনাবাহিনীকে সর্বশক্তি দিয়ে তা বন্ধ করার আহ্বান জানান। শনিবার ভোপালে জয়েন্ট কমান্ডার সম্মেলনে যোগ দিতে এসে সন্ত্রাসবাদ মোকাবিলায় বিরাট বার্তা দেন প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর প্রস্তুতি পর্যালোচনার পাশাপাশি এবং ‘আত্মনির্ভর ভারতের সশস্ত্র বাহিনীর প্রস্তুতি’ও এদিন খতিয়ে দেখেন মোদী।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Be ready to tackle new emerging threats modi to military commanders takes stock