পাঞ্জাব পুলিশ 'ওয়ারিস পাঞ্জাব দে' সংগঠনের প্রধান অমৃতপাল সিংকে গ্রেফতারের চেষ্টায় মরিয়া। ১৮ মার্চ থেকে পলাতক 'ওয়ারিস পাঞ্জাব দে'র চিফ। অমৃতপালকে ধরতে পাঞ্জাব, দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশের একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে পুলিশ। অমৃতপাল সিংয়ের উপস্থিতির খবর পেয়ে তাকে ধরার জন্য হন্যে হয়ে পুলিশ ছুটে বেড়াচ্ছে কখনও হরিয়ানায় আবার কখনও দিল্লি বা পাঞ্জাবে।
সারা দেশজুড়েই খোঁজ চলছে খলিস্তানি নেতা অমৃতপাল সিংহের।
এরই মাঝে জোর গুঞ্জন, অমৃতপাল নাকি প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের ভোল বদল করেছেন। বিচ্ছিন্নতাবাদী নেতা ভিন্দ্রানওয়ালের মতো অবিকল দেখতে হয়ে গেছেন অমৃতপাল সিং। অমৃতপালের অনুগামীদের অনেকেই আসামের জেলে বন্দি, তাঁদেরই কেউ কেউ বলছেন এমনটাই। ২০২২-এর অগাস্টে দুবাই থেকে ফেরার আগে ২ মাস জর্জিয়াতে কাটিয়েছেন অমৃতপাল, সূত্রের খবর কসমেটিক সার্জারির কারণেই তিনি জর্জিয়া ছিলেন।
মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে অমৃতপাল সিং গত বছরের আগস্টে ভারতে ফেরেন। ভারতে আসার আগে তিনি জর্জিয়ায় গিয়েছিলেন। সেখানে কসমেটিক সার্জারির মাধ্যমে নিজেকে খালিস্তানি নেতা জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের মতো বদলে ফেলেছেন অমৃতপাল। অমৃতপাল সিংয়ের সহযোগীরা বিষয়টি নিশ্চিত করেছেন।
রিপোর্ট অনুসারে জানা গিয়েছে পুলিশ অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে অমৃতপালের ঘনিষ্টদের জেরায় কসমেটিক সার্জারির বিষয়টি সামনে এসেছে। সহযোগীরা জানিয়েছেন, অমৃতপাল জর্জিয়ায় প্রায় দুই মাস কাটিয়েছিলেন।
অমৃতপাল সিং পলাতক থাকার পর থেকে তার ৮ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। হারজিত সিং এবং দলজিৎ সিং কালসি সহ অমৃতপালের আট সহযোগীকে গ্রেফতার করে আসামের ডিব্রুগড় জেলে পাঠানো হয়েছে। এরপরই জিজ্ঞাসাবাদের জন্য সেখানে পৌঁছান গোয়েন্দারা। দীপ সিধুর মৃত্যুর পর অমৃতপাল সিংয়ের উত্থানের কাহিনী খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি পাকিস্তান থেকে প্রাপ্ত তহবিলের বিষয়েও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।