Advertisment

সুশান্ত মৃত্যুর আগে গুগলে সার্চ করেছিলেন নিজের-ম্যানেজারের নাম!

'ফোনের সার্চ হিস্ট্রি অনুযায়ী মৃত্যুর আগে সুশান্ত গুগলে নিজের নাম সার্চ করেন। ফোনের নিজের সম্পর্কে বেশ কিছু প্রতবেদন পড়েন।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সুশান্ত সিং রাজপুত

সুশান্ত সিং রাজপুত মামলায় নতুন তথ্য হাতে এসেছে মুম্বই পুলিশের। প্রয়াত অভিনেতার মোবাইল ফোনের প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট ইতিমধ্যেই হাতে এসেছে পুলিশের। সেখানেই দেখা গিয়েছে যে, মৃত্যুর আগে গুগলে নিজের নামই সার্চ করছিলেন সুশান্ত সিং রাজপুত। এছাড়া, মানসিক বিকার ও নিজের প্রাক্তন ম্যানেজার দিশা সেলিয়নের নাম দিয়েও গুগলে সার্চ করেছিলেন সুশান্ত। উল্লেখ্য, সুশান্তের মৃত্যুর আগের সপ্তাহেই দিশার আত্মহত্যা করেছেন।

Advertisment

এক পুলিশ অফিসার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন যে, 'ফোনের সার্চ হিস্ট্রি অনুযায়ী মৃত্যুর আগে সুশান্ত গুগলে নিজের নাম সার্চ করেন। ফোনের নিজের সম্পর্কে বেশ কিছু প্রতিবেদন পড়েন।'

গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দেহ উদ্ধার হয়। সেই মৃত্যু মামলার তদন্ত করছে মুম্বই পুলিশও। এই মামলায় ইতিমধ্যেই পরিচালক মহেশ ভাট, সিনেমা সমালোচক রাজীভ মাসান্দ, পরিচালর-প্রযোজক সঞ্জয়লীলা বনশালী, আদিত্য চোপড়া সহ ৪০ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

পাশাপাশি, গত মঙ্গলবার জানা যায় যে, ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তী সহ ৬ জনের বিরুদ্ধে সুশান্তের বাবা কেকে সিং পাটনার রাজীব নগর পুলিশ থানায় এফআইআর করেছেন। আত্মহত্যায় প্ররোচনা সহ একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই সুন্তের মৃত্যু মামলা পাটনা থেকে সরিয়ে মুম্বইতে আনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রিয়া চক্রবর্তী। তার প্রেক্ষিতে বিহার পুলিশ ও সুশান্তের বাবা কেকে সিং ক্যাভিয়েট দাখিল করেছেন।

এদিকে অভিনেতার ব্যাংক অ্যাকাউন্ট থেকে ব্য়াঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা গায়েব হয়েছে বলেও অভিযোগ করেছেন সুশান্তের বাবা। সেই অভিযোগের প্রেক্ষিতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা রুজু করেছে ইডি।

আগামী বুধবার সুপ্রিম কোর্টে মামলা স্থানান্তর সংক্রান্ত রিয়ার আর্জির শুনানি হবে। আপাতত তাই সুপ্রিম রায়ের দিকেই তাকিয়ে তদন্তকারীরা।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন 

Sushant Singh Rajput
Advertisment