সশরীরে আদালতে হাজিরা দিতে হচ্ছে না, দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তি রুজিরার

১২ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউসকোর্ট।

১২ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউসকোর্ট।

author-image
IE Bangla Web Desk
New Update
Behalf of Rujira Banerjee her advocate can attend patiala house courts hearing, ordered by Delhi High Court

আপাতত স্বস্তিতে অভিষেক-পত্নী রুজিরা।

পুজোয় আর বাংলার বাইরে যেতে হচ্ছে না রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক-পত্নীর জন্য স্বস্তির খবর শোনাল দিল্লি হাইকোর্ট। কয়লাকাণ্ডে আগামিকাল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল দিল্লির পাতিয়ালা হাউসকোর্ট।

Advertisment

এর আগে আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেও ১২ অক্টোবর রুজিরাকে সশরীরে তলব করা হয়েছিল। তবে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পাল্টা দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রুজিরা। সোমবার আদালত জানিয়ে দিল, রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরা দিতে হবে না। তাঁর বদলে তাঁর আইনজীবীই হাজিরা দেবেন আদালতে।

কয়লাকাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লির দফতরে হাজির দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কেন্দ্রীয় এই সংস্থার তলব পেয়ে দিল্লি গিয়ে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে তলব সত্ত্বেও দিল্লি যাননি অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এরপর দিল্লির পাতিয়ালা হাউসকোর্টের দ্বারস্থ হয় ইডি। পরে গত ১৯ সেপ্টেম্বর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায় আদালত।

৩০ সেপ্টেম্বর অভিষেক-পত্নীকে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে মামলার শুনানিতে ভার্চুয়ালি হাজিরা দেন রুজিরা। ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেও ১২ অক্টোবর রুজিরা বন্দ্যোপাধ্যায়কে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছিল পাতিয়ালা হাউসকোর্ট।

Advertisment

আরও পড়ুন- গেরুয়া শিবিরে বিরাট ধাক্কা, পদ্ম ছেড়ে হাত ধরলেন সপুত্র মন্ত্রী

সেই নির্দেশের পাল্টা দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। শেষমেশ দিল্লি হাইকোর্টের রায়ে স্বস্তিতে অভিষেক-পত্নী। আপাতত তাঁকে আদালতে গিয়ে হাজিরা দিতে হবে না। রুজিরার বদলে তাঁর আইনজীবী আদালতে হাজিরা দিতে পারবেন বলে জানাল দিল্লি হাইকোর্ট।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

tmc Enforcement Directorate Delhi High Court