Advertisment

Ayodhya temple: কথা ছিল হাজার বছর মাথা উঁচু করে দাঁড়ানোর, মরসুমের প্রথম বৃষ্টিতেই 'ডাহা ফেল' রাম মন্দির

কথা ছিল হাজার বছর অক্ষত থাকার। মাত্র ৬ মাসের মাথাতেই মঙ্গলবার থেকে বর্ষার প্রথম ভারী বৃষ্টিপাতেই মন্দিরের দেওয়াল থেকে জল ছুঁইয়ে পড়ছে মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরে। পাশাপাশি মন্দিরের অন্যান্য একাধিক স্থানে জল জমে গর্ত সৃষ্টি হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Ayodhya Ram Temple

ছয় মাস আগে অযোধ্যায় রাম মন্দিরের অভিষেক অনুষ্ঠান হয়েছিল। (এপি ফাইল ছবি)

Ayodhya temple Water leakage: অযোধ্যার রামমন্দিরে 'প্রাণ প্রতিষ্টা'র ৬ মাস পেরোতে না পেরোতেই 'টেম্পল ট্রাস্টের' পাশাপাশি অযোধ্যা প্রশাসন কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। মন্দিরের ছাদ ছুঁইয়ে ফোঁটা ফোঁটা জল পড়তে শুরু করেছে। তাতেই মাথায় হাত মন্দির ট্রাস্টের।

Advertisment

কথা ছিল হাজার বছর অক্ষত থাকার। মাত্র ৬ মাসের মাথাতেই মঙ্গলবার থেকে বর্ষার প্রথম ভারী বৃষ্টিপাতেই মন্দিরের দেওয়াল থেকে জল ছুঁইয়ে পড়ছে মন্দিরের গর্ভগৃহের ঠিক বাইরে। পাশাপাশি মন্দিরের অন্যান্য একাধিক স্থানে জল জমে গর্ত সৃষ্টি হয়েছে।

সদ্য সংস্কার করা অযোধ্যা রেলস্টেশনের বাইরেও ছবিটাও চোখকে পীড়া দেবে। সেখানেই বৃষ্টির জলে জলমগ্ন স্টেশন চত্ত্বর। কর্তৃপক্ষ এখন গর্ত ভরাট করে জল নিষ্কাশনে পাম্পের ব্যবহার করছে।

আরও পড়ুন : < Premium: আবেগে ভেসে ‘নস্ট্যালজিক’ আপামর বাঙালি, ব্রিটানিয়ার বিজ্ঞাপনে ফিরল শোলের স্মৃতি >

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস সকালে মন্দির পরিদর্শন করার সময়, গর্ভগৃহের কাছে দুটি নির্মীয়মান সিঁড়ি এবং 'গুড় মণ্ডপের' উপর ছাদ থেকে জল পড়া প্রত্যক্ষ করেছে। মণ্ডপে যাওয়ার পথে একাধিক গর্তও চোখে পড়েছে। মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস দাবি করেছেন, মন্দিরের মধ্যে কোনও নিষ্কাশন ব্যবস্থা নেই এবং গর্ভগৃহে ফুটো থাকার কারণে জল পড়ছে। মন্দির কর্তৃপক্ষের মতে, মন্দিরের উপরের স্তরে কাজ চলছে। তার কারণে ফোঁটা ফোঁটা জল ছুঁইয়ে পড়ছে।

ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই দাবি করেছেন, "যেহেতু প্রথম তলায় বৈদ্যুতিক ওয়্যারিং, ওয়াটারপ্রুফিং এবং ফ্লোরিংয়ের কাজ চলছে, সেখান থেকে জল প্রবেশ মন্দিরে ঢুকছে। দেখে মনে হচ্ছে জল উপরের দিক থেকে লিক করছে"। তিনি যোগ করেছেন যে মন্দিরে বৃষ্টির জল নিষ্কাশনের জন্য "চমৎকার ব্যবস্থা" করা হয়েছে "মন্দিরের কোথাও জল জমার সমস্যা থাকবে না"।

আরও পড়ুন : < President Speech Highlights: অর্থনীতি, বিনিয়োগ থেকে উত্তর-পূর্বের শান্তি…! সংসদের প্রথম ভাষণে মুর্মুর গলায় মোদী বন্দনা >

অযোধ্যার মেয়র গিরিশ পতি ত্রিপাঠি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, “আমরা স্পট ভেরিফিকেশন করেছি এবং বিভিন্ন দল গঠন করেছি। এই সমস্যাগুলি সমাধানের জন্য কর্মকর্তাদের মোতায়েন করা হয়েছে। নতুন নির্মাণের পর এটাই প্রথম বৃষ্টি, আমরা অবিলম্বে সব সমস্যার সমাধান করছি।”

অযোধ্যা রেলস্টেশনে জমা জলের প্রসঙ্গে এক রেলকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এগুলো ছোটখাটো সমস্যা এবং শীঘ্রই সমাধান করা হবে।

Ram Mandir Ayodhya Ram Temple
Advertisment