বেনামি সম্পত্তি মামলায় অস্বস্তি বাড়ল কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর জামাই রবার্ট বঢরার। সোমবার এই সংক্রান্ত তদন্তে বয়ান রেকর্ড করতে বঢরার বাড়িতে গেলেন আয়কর বিভাগের আধিকারিকরা।
এর আগে বঢরাকে তলব করেছিল আয়কর বিভাগ। কিন্তু করোনা অতিমারির কারণ দেখিয়ে তা এড়িয়ে গিয়েছিলেন তিনি। সোমবার পূর্ব দিল্লিতে সুখদেব বিহারে বঢরার বাড়িতে পৌঁছে যান আয়কর বিভাগের আধিকারিকরা। প্রিয়ঙ্কার স্বামীর বিরুদ্ধে আর্থিক নয়ছয়ের অভিযোগ উঠেছে। আয়কর বিভাগ ছাড়াও, ওই মামলার তদন্ত করছে ইডি।
আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, লন্ডনে বেনামে বাড়ি এবং ফ্ল্যাট কেনাবেচায় অভিযুক্ত রবার্ট বঢরা। ২০০৫ থেকে ২০১০ সাল, এই ৫ বছরের মধ্যে লন্ডনের বহু সম্পত্তির মালিকানা বদল হয়। অভিযোগ, লন্ডনের ওই সম্পত্তিগুলির বেশিরভাগই বঢরার। বেনামি সম্পত্তি মামলায়আপাতত আগাম জামিনে রয়েছেন সোনিয়ার জামাই। যদিও সব অভিযোগ নস্যাৎ করে বঢরার দাবি, সব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন