/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/Market-Fire-cover-1.jpg)
বাগরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। এরপর কোন মার্কেট সেই ভাবনা তাড়িয়ে বেড়াচ্ছে বড়বাজারে। ছবি -শশী ঘোষ
বাগরি মার্কেটে অগ্নিকাণ্ড নিয়ে কি রাজ্য সরকারও অন্তর্ঘাতের আশঙ্কা করছে? নবান্নে কাল মুখ্যমন্ত্রীর অনুপস্থিতিতে সরকার চালানোর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীগোষ্ঠীর বৈঠকের পর গোষ্ঠীপ্রধান তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে অনেকটা সেই ইঙ্গিত রয়েছে। নবান্নে পার্থবাবু ওই অগ্নিকাণ্ডের জন্য বাগরি মার্কেট এর মালিক ও ব্যবসায়ীদের দায়ী করেছেন। শিক্ষামন্ত্রী বলেন, সেখানকার ব্যবসায়ীরা আইন-কানুনের তোয়াক্কা করেন না।
বড়বাজারে মার্কেটগুলিতে ছুটির দিন আগুন লাগে এটা সর্বজনবিদিত। মন্ত্রী নিজেই প্রশ্ন তুলেছেন, সপ্তাহান্তে শনি, রবিবারই কেন এ ধরনের অগ্নিকাণ্ড ঘটে? তবে সরকার চুপচাপ থাকবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন পার্থবাবু। তিনি বলেন, "সরকার শীতল রয়েছে বলে এই নয় যে সরকার দুর্বল।" কলকাতা পুরসভা, পুলিশ, সিইএসসি, দমকল অগ্নিকাণ্ডের তদন্ত করছে। ফরেনসিক বিশেষজ্ঞরা ও নমুনা সংগ্রহ করছেন। অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করে কেউ দোষী প্রমাণিত হলে তাকে যথাযোগ্য শাস্তি পেতে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/MArket-gandhi-building-0217-Express-Photo-ShashiMArket-gandhi-building-0276-005.jpg)
শহরের অধিকাংশ বাজারের হাল জতুগৃহের মত। একে তো ভিতরটা ঘিঞ্জি, চারিদিকে তারের জাল, জিনিসপত্রে ঠাসা। তার ওপর দাহ্যবস্তু থাকা সত্ত্বেও অগ্নিনির্বাপনের তেমন কোনও ব্যবস্থা নেই বেশিরভাগ বাজারে। সরকার এবার ওই সব অসুরক্ষিত বাজারের দিকেও নজর দিতে চলেছে। অবশ্য বাগরি মার্কেটের আগুন রাজ্য সরকারের টনক কতটা নড়িয়েছে তা একটি বৈঠকেই বোঝা সম্ভব নয়।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/MArket-79-caning-street-0350-Express-Photo-ShashiMArket-79-caning-street-0350-002.jpg)
পার্থবাবু জানিয়েছেন, শহরের অন্যান্য বাজারগুলো আদৌ কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখা হবে। একইসঙ্গে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বাগরি মার্কেট ভবনটি এখন কী অবস্থায় রয়েছে তা পর্যবেক্ষণ করতে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার নিয়োগ করছে রাজ্য সরকার। ওই ভবনের অবস্থা খতিয়ে দেখে তারা রিপোর্ট পেশ করার পর এই ভবনটি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে।
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/MArket-opposite-market-of-bagree-0293-Express-Photo-ShashiMArket-opposite-market-of-bagree-0308-001-1.jpg)
প্রায় সাড়ে চার দিন পর নিভেছে সেই ভয়াবহ আগুন। আগুনে পুড়ে বাগরির চেহারা এখন কার্যত ঝাঁঝরা। এবার অগ্নিকাণ্ডের তদন্তে এক কদম এগোল পুলিশ। ইতিমধ্যেই বাগরির মালিকপক্ষের বিরুদ্ধে বড়বাজার থানায় এফআইআর দায়ের করেছে দমকলবাহিনী। এবার বাগরির অন্যতম মালিক রাধা বাগরিসহ অভিযুক্ত মালিকপক্ষের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল বড়বাজার থানা। অগ্নিকাণ্ডের পর থেকেই অভিযুক্ত মালিকপক্ষ ফেরার বলে অভিযোগ। এ প্রসঙ্গে ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে ডিসি সেন্ট্রাল শুভঙ্কর সিনহা সরকার বলেন, ‘‘গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, তদন্ত চলছে।’’
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/09/Forensic-Team-at-Bagree-market-Express-Photo-Shashi-Ghoshforensic-team-at-bagree-1303-002.jpg)
অন্যদিকে, বৃহস্পতিবার বাগরি মার্কেট পরিদর্শনে যায় ফরেনসিক দল। ঘটনাস্থল পরিদর্শন করে ফরেনসিক বিশেষজ্ঞরা বিভিন্ন নমুনা সংগ্রহ করেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, বাগরিতে যে মেন কেবল বক্স থেকে আগুন লেগেছে বলে জানা গিয়েছে, তা কাটতে বলা হয়েছে ফরেনসিক দলের তরফে।