Advertisment

রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ! নবান্নকে চিন্তায় রাখছে দক্ষিণবঙ্গ

Bengal Daily Covid Update: গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০১, মৃত ১০। গত দেড় বছরে রাজ্যে মোট সংক্রমিত এবং মৃত ১৫, ৭১,২৪০ এবং ১৮, ১৮,৮২৫।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal, Now, only United Kingdom fliers to be tested for Covid

আন্তর্জাতিক বিমান যাত্রীদের জন্য নয়া নির্দেশিকা রাজ্যের।

Bengal Daily Covid Update: রাজ্যে খানিকটা কমেছে করোনার দৈনিক সংক্রমণ-মৃত্যু। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৭০১, মৃত ১০। গত দেড় বছরে রাজ্যে মোট সংক্রমিত এবং মৃত ১৫, ৭১,২৪০ এবং ১৮, ১৮,৮২৫। একদিনে সুস্থ হয়েছেন ৬৮৪ জন, ৩ অক্টোবর পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫,৪৪,৮২৮ জন। রাজ্যে সক্রিয় সংক্রমণ ৭৫৮৭। এদিকে, দৈনিক সংক্রমণের নিরিখে শীর্ষেই রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলো। প্রথমে কলকাতা, তারপর উত্তর ২৪ পরগনা, নদিয়া, দক্ষিন ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি।

Advertisment

এদিকে, উৎসবের মরশুমের মুখে দেশে করোনা স্বস্তি। আরও কমল দেশের দৈনিক সংক্রমণ। ১৯৯ দিনের মধ্যে আজই সর্বনিম্ন অ্যাক্টিভ কেস। স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২২ হাজার ৮৪২ জন। তবে গতকালের তুলনায় করোনা মৃতের সংখ্যা এদিন বেড়েছে। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৪৪ জনের।

পুজোর মুখে পরপর দু’দিন নিম্নমুখী দেশের কোভিড-গ্রাফ। গত ২৪ ঘণ্টায় আরও কমেছে দেশের দৈনিক সংক্রমণ। সংক্রমণ কমলেও মৃতের সংখ্যা সামান্য বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন। শনিবার পর্যন্ত দেশে করোনা অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭। গত ১৯৯ দিনের মধ্যে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা এদিনই সর্বনিম্ন। সব মিলিয়ে শনিবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের মোট সংখ্যা বেড়ে ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৮ হাজার ৮১৭।

করোনার সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে দেশজুড়ে জোরদার গতিতে এগোচ্ছে টিকাকরণ কর্মসূচি। প্রথম দিকে টিকার জোগান নিয়ে একাধিক রাজ্য কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলছিল। টিকার সরবরাহ নিয়ে রাজনীতির অভিযোগও তোলা হয়েছিল। তবে গত কয়েকমাসে সেই অভিযোগ খানিকটা কমেছে। টিকা উৎপাদনে আরও বেশি জোর দিয়েছে সংস্থাগুলি। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশের ৯০ কোটি ৫১ লক্ষ ৭৫ হাজার ৩৪৮ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bengal Corona Daily Infections Kolkata corona Ajker Bangla Khabar Nabanna
Advertisment