Advertisment

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণে স্বস্তির ছবি! একদিনে সংক্রমিত ৫০০-র নীচে

Bengal Corona Daily Update: গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৭২ জন, মৃত ১৫। রাজ্যে মোট সংক্রমিত ১৫,৬৬,৮৬৫, মোট মৃত ১৮, ৭৫১।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 12,885 new COVID19 cases 4 November 2021

দেশের দৈনিক সংক্রমণের ওঠানামা জারি।

Bengal Corona Daily Update: একধাক্কায় আরও অনেকটা কমল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৪৭২ জন, মৃত ১৫। রাজ্যে মোট সংক্রমিত ১৫,৬৬,৮৬৫, মোট মৃত ১৮, ৭৫১। রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৫৫৬ জন। সুস্থতার হার ৯৮.৩২%, মোট সক্রিয় সংক্রমণ ৭৫৮৪।

Advertisment

এদিকে, সংক্রমণের নিরিখে প্রথম তিনে কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং নদিয়া। কিছুটা স্বস্তি দিয়ে পরপর তিন দিন দেশে করোনার দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ২৬,০৪১ জন। এযাবৎকাল দেশে মোট আক্রান্ত ৩,৩৬, ৭৮,৭৮৬, মোট মৃত ৪,৪৭, ১৯৪ জন। একদিনে মৃত ২৭৬ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা কম হওয়ায় কমেছে সক্রিয় সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩,৯০০ জন সক্রিয় রোগী কমেছে দেশে। ২৭ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত দেশে মোট সক্রিয় সংক্রমণ প্রায় ৩ লক্ষ। চলতি বছর ২২ মার্চ শেষবার তিন লক্ষের কম ছিল সক্রিয় সংক্রমণ।

এদিকে মাস ঘুরলেই উৎসবের মরশুম, সেই আবহের আগে করোনা নিম্নমুখী গ্রাফে কিছুটা স্বস্তিতে স্বাস্তিতে মন্ত্রক। তবে তারা এখনই বাঁধন ছাড়তে নারাজ। উৎসবকালে সংক্রমণ মাত্রাছাড়া যাতে না হয়, তাই রাজ্যগুলোকে জমায়েত নিয়ন্ত্রিত করতে পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে, করোনা ২০২০ সালে ব্রহ্মাণ্ডজুড়ে একাধিক দেশের মানুষের গড় আয়ু কমিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এবার প্রথম, যখন ব্যাপক কমেছে মানুষের গড় আয়ু। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় সম্প্রতি এই তথ্য হাতে এসেছে। মার্কিন পুরুষদের গড় আয়ু কমেছে প্রায় দুই বছর। পাশাপাশি ইউরোপিয়ান দেশগুলো এবং দক্ষিণ আমেরিকার একাধিক দেশে কোভিডের প্রভাবে কমেছে গড় আয়ু। মোট ২৯টি দেশে সমীক্ষা চালিয়েছিল অক্সফোর্ড।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Corona Bengal Kolkata corona Corona Daily Update
Advertisment