রাজ্যে করোনার ধারাবাহিক সংক্রমণ ৭০০-র উপরেই! একদিনে সংক্রমিত ৭০৭, মৃত ৭

Bengal Covid Update: গত ২৪ ঘণ্টায় ৭২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Bengal Covid Update: গত ২৪ ঘণ্টায় ৭২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
India reports 1,79,723 fresh Covid 19 cases, 4,033 Omicron cases 10 january 2022

দেশজুড়ে গতকালের চেয়ে প্রায় ২০ হাজার বাড়ল দৈনিক সংক্রমণ।

Bengal Covid Update: রাজ্যে ধারাবাহিক ভাবে দৈনিক করোনা সংক্রমণ ৭০০-র উপরেই থাকছে। গত ২৪ ঘণ্টাতেও সংক্রমিত ৭০৭ জন, মৃত ৭। যদিও দৈনিক মৃত্যু বুধবারের চেয়ে এদিন সামান্য কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিনে উল্লেখ, রাজ্যে মোট সংক্রমিত ১৫,৫৯,৫৬৭ জন। বৃহস্পতিবার অর্থাৎ ১৬ সেপ্টেম্বর অবধি রাজ্যে সক্রিয় সংক্রমণ ৮০২৫ জন।

Advertisment

এদিকে, রাজ্যে করোনায় মোট মৃত ১৮, ৬২০ জন। গত ২৪ ঘণ্টায় ৭২৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আবার ১৫ সেপ্টেম্বর থেকে আরও ১৫ দিনের জন্য রাজ্যে বাড়ল কোভিড বিধিনিষেধ। তবে এই পর্যায়ে নতুন কোনও ছাড় ঘোষণা করেনি নবান্ন। রাত ১১টা-ভোর ৫টা পর্যন্ত থাকবে রাত্রিকালীন নিয়ন্ত্রণ। গোটা মাস চলবে না লোকাল ট্রেনও। করোনা বিধি বাড়ানো প্রসঙ্গে স্বাস্থ্য দফতর সুত্রে খবর, রাজ্যে সংক্রমণের হার কমলেও দৈনিক সংক্রমণ ওঠানামা করছে। আর মাস ঘুরলেই উৎসব। তাই এই মাস পর্যবেক্ষণ করে নিতে চাইছে নবান্ন। উৎসবের মরশুমে যাতে সংক্রমণ বাঁধনছাড়া না হয়। সেতা নিশ্চিত করতেই গোটা সেপ্টেম্বর মাস করোনা বিধি বহাল রেখেছে নবান্ন।  

করোনার তৃতীয় ধাক্কা নিয়ে আতঙ্কের মাঝে দৈনিক সংক্রমণ নিয়ে উদ্বেগ জারি। আবারও একদিনে নতুন করে করোনায় কাবু ৩০ হাজারের বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা কামড়ে মৃত্যু ৪৩১ জনের। কেন্দ্রের চিন্তায কেরল। শুধুমাত্র দক্ষিণের এই রাজ্যেই একদিনে ফের করোনা আক্রান্ত ১৭ হাজার ৬৮১।

Advertisment

করোনার থার্ড ওয়েভ নিয়ে আতঙ্ক দেশজুড়ে। টিকাকরণে গতি এনে করোনায় লাগাম পরানোর চেষ্টা জারি। তবে এই আবহেই সংক্রমণ পরিস্থিতি মোটেই স্বস্তি দিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৩০ হাজার ৫৭০ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু ৪৩১ জনের।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩৩ লক্ষ ৪৭ হাজার ৩২৫। তবে ইতিমধ্যেই ৩ কোটি ২৫ লক্ষ ৬০ হাজার ৪৭৪ জন করোনামুক্ত হয়েছেন। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও স্বস্তি অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, দেশে বর্তমানে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪২ হাজার ৯২৩ জন। এই পরিসংখ্যান আগের দিনের তুলনায় বেশ খানিকটা কম। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৪৩ হাজার ৯২৮।

সংক্রমণে লাগাম পরাতে দেশজুড়ে চলছে করোনার টিকাকরণ অভিযান। ইতিমধ্যেই দেশের ৭৬ কোটি ৫৭ লক্ষ ১৭ হাজার ১৩৭ জনকে করোনার টিকা দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টাতেই ৬৪ লক্ষ ৫১ হাজার ৪২৩ জন করোনা টিকা পেয়েছেন। এদিকে, দেশে শুরু উৎসবের মরশুম। মহারাষ্ট্রে গণেশ পুজো শেষ হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাএখন টেলিগ্রামে, পড়তে থাকুন