Bengal Covid Daily Update: প্রথম কাজের দিনে অনেকটাই বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ-মৃত্যু। ২৪ ঘণ্টায় সংক্রমিত ৮১৯, মৃত ১৪। রবিবার ৮০০-র নীচে ছিল আক্রান্ত, দুই অঙ্কের নীচে ছিল দৈনিক মৃত্যু। সোমবার একধাক্কায় অনেকটা বেড়ে গেল এই পরিসংখ্যান। এদিন আবার ধুমধাম করে রাজ্যজুড়ে খুলে গিয়েছে সরকারি-বেসরকারি স্কুল। এই আবহে সংক্রমণকে নিয়ন্ত্রণে রাখাই নবান্নের প্রাধান্য।
জানা গিয়েছে, রাজ্যে একদিনে সুস্থ হয়েছেন ৮২৫ জন, সামান্য বেড়ে সুস্থতার হার ৯৮.৩০%। তবে দৈনিক সংক্রমণ মৃত্যু বাড়লেও, কমেছে সক্রিয় সংক্রমণ (৮০২৭) এবং আক্রান্তের হার (২.২১%)। এদিকে, জেলাভিত্তিক হিসেবে দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা (২৩১), তারপর উত্তর ২৪ পরগনা (১২৮), দক্ষিণ ২৪ পরগনা, হুগলি (৭৮) এবং হাওড়া (৭১)। উত্তরবঙ্গে সংক্রমণের নিরিখে শীর্ষে দার্জিলিং (২৯), তারপর দক্ষিণ দিনাজপুর (২১), জলপাইগুড়ি (১৭) এবং কোচবিহার (১৩)।
এদিকে, ধীরে ধীরে সুস্থ হচ্ছে দেশ? উত্তরটা বলার সময় যদিও এখনও আসেনি। তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে এদিন দেশে বড়সড় স্বস্তি এসেছে। দৈনিক সংক্রমণ নেমে গিয়েছে ১০ হাজারের নীচে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮ হাজার ৮৬৫ জন। একদিনে দেশে করোনার বলি আরও ১৯৭।
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশে বড়সড় করোনা-স্বস্তি। দৈনিক সংক্রমণ নেমেছে ১০ হাজারের নীচে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৮৭ দিনের মধ্যে এদিনই সর্বনিম্ন সংক্রমণ দেশে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮ হাজার ৮৬৫। সব মিলিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ৪০১। এই মুহূর্তে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ৭৯৩।
দেশের অধিকাংশ রাজ্যেই করোনা পরিস্থিতি এখন মোটের উপর নিয়ন্ত্রণে রয়েছে। তবে দক্ষিণের রাজ্য কেরল ও মহারাষ্ট্রের সংক্রমণ পরিস্থিতি এখনও উদ্বেগে রেখেছে কেন্দ্রকে। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনা আক্রান্ত হয়ে ১২৭ জনের মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রে একদিনে করোনার বলি আরও ১৯। দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৬৩ হাজার ৮৫২। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, করোনায় এখনও পর্যন্ত মহারাষ্ট্রে ১ লক্ষ ৪০ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে।
কর্নাটকে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ১৪৬। তামিলনাড়ুতে করোনায় মৃত্যু ৩৬ হাজার ২৯৬ জনের। কেরলে মোট করোনার বলি ৩৫ হাজার ৮৭৭। দিল্লিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ৯৫। উত্তর প্রদেশে করোনায় মৃতের সংখ্যা ২২ হাজার ৯০৯। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ১৯ হাজার ৩১৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্য বলছে, এখনও পর্যন্ত ৭০ শতাংশের বেশি করোনায় মৃত্যু কোমর্বিডিটির জেরে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন