Aero India 2025 Live Streaming: ভারতের আকাশে দাপিয়ে বেড়াচ্ছে মার্কিন-রুশ যুদ্ধবিমান, ভয়ঙ্কর কোন সংকেত?

Bengaluru Aero Show: আজ থেকে ব্যাঙ্গালুরুতে চারদিনের জন্য আয়োজিত হতে চলেছে'অ্যারো ইন্ডিয়া ২০২৫'। অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ।

author-image
IE Bangla Web Desk
New Update
Bengaluru Aero Show

আজ থেকে ব্যাঙ্গালুরুতে চারদিনের জন্য আয়োজিত হতে চলেছে'অ্যারো ইন্ডিয়া ২০২৫' Photograph: (ফাইল চিত্র)

Aero India 2025 Live Streaming:নতুন ভারতের শক্তিতে চমকে যাবে তামাম বিশ্ব। আজ থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এশিয়ার বৃহত্তম বিমান প্রদর্শনী অ্যারো ইন্ডিয়া ২০২৫। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ এই বিমান প্রদর্শনীর উদ্বোধন করেন। প্রথমবারের মতো আমেরিকা এবং রাশিয়ার মতো দুটি শক্তিশালী দেশের অত্যাধুনিক যুদ্ধবিমান দেখা যাবে 'এয়ার শো'তে।  রাশিয়ার সুখোই-৫৭ (Su-57) যুদ্ধবিমানও এই বিমান প্রদর্শনীতে তাদের শক্তি প্রদর্শন করবে। এই অনুষ্ঠানটি ১০-১৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। 

Advertisment

আজ থেকে ব্যাঙ্গালুরুতে চারদিনের জন্য আয়োজিত হতে চলেছে'অ্যারো ইন্ডিয়া ২০২৫'। অনুষ্ঠানের সূচনা করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । শক্তির এই প্রদর্শনীতে মার্কিন যুদ্ধবিমান রাশিয়ার সুখোই-SU-57 অংশ নিচ্ছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, "ইতিহাসে  প্রথমবারের মতো, অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ বিশ্বের সবচেয়ে উন্নত মানের দুটি যুদ্ধবিমান - রাশিয়ান Su-57 এবং মার্কিন F-35 লাইটনিং-এর অংশগ্রহণ দেখা যাবে"। পাশাপাশি এই প্রদর্শনী বিশ্বব্যাপী প্রতিরক্ষা সহযোগিতা এবং প্রযুক্তিগত অগ্রগতির একটি মাইলফলক বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।  

অনুষ্ঠানের প্রাক্কালে বেঙ্গালুরুতে এক সংবাদ সম্মেলনে রাজনাথ সিং অ্যারো ইন্ডিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, "অ্যারো ইন্ডিয়া এমন একটি প্ল্যাটফর্ম যা নতুন ভারতের শক্তি,  আত্মনির্ভরতাকে তামাম বিশ্বের সামনে প্রদর্শন করা  সম্ভব। এটি কেবল ভারতের প্রতিরক্ষা প্রস্তুতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি আমাদের জাতির ভবিষ্যত গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। তিনি আরও বলেন, "আমাদের লক্ষ্য হল বন্ধু দেশগুলির সাথে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করা। এই অনুষ্ঠানটি কেবল প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রদর্শনী নয়, বরং আমাদের যুবসমাজের জন্য অনুপ্রেরণার উৎস"। অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় ৩০টি দেশের প্রতিরক্ষামন্ত্রী বা প্রতিনিধিরা ভারতে এসেছেন। ৪৩টি দেশের বিমানবাহিনী প্রধান এবং সচিবদের উপস্থিতি এই অনুষ্ঠানের তাৎপর্যকে আরও বহুগুণে বাড়িয়ে তুলেছে।  

ভারত ও বিদেশ থেকে হাজার হাজার মানুষ এই শো'তে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের জন্য নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনী এবং সেনাবাহিনী ছাড়াও বিশ্বের অনেক দেশের বিমান তাদের শক্তি প্রদর্শন করবে। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত থাকবেন।  ভারতীয় বিমান ছাড়াও আমেরিকা এবং রাশিয়ার বিমানগুলিও তাদের শক্তি প্রদর্শন করবে। অনুষ্ঠান উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অ্যারো ইন্ডিয়া কমপ্লেক্সটি ২৪X৭ সিসিটিভি নজরদারির আওতায় রাখা হয়েছে। ভিআইপিদের জন্য বিশেষ স্ক্রিনিং পয়েন্ট তৈরি করা হয়েছে।

Advertisment

মার্কিন কনস্যুলেট কর্মকর্তারা জানিয়েছেন, অ্যারো ইন্ডিয়া শো চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তিকে তুলে ধরবে যার মধ্যে F-16, F-35, KC-135 স্ট্র্যাটোট্যাঙ্কার এবং B-1 বোমারু বিমান।