Advertisment

Suchana Seth: ছেলেকে 'খুন' করে ব্যাগে ভরে নিয়ে পালাচ্ছিলেন মা, কে এই সূচনা শেঠ?

CEO Suchana Seth:: সূচনা ২০২১ সালে এআই এথিক্স তালিকায় ১০০ ব্রিলিয়ান্ট উইমেনের অন্যতম। হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন সেন্টারের (Berkman Klein Centre at Harvard University) একজন ফেলো (২০১৭-১৮) এবং অ্যাফিলিয়েট (২০১৮-১৯)। টেক্সট মাইনিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের পেটেন্টও আছে। ডেটা বিজ্ঞানে লিঙ্গ ব্যবধান বন্ধ করার বিষয়ে উত্সাহী। উইমেন হু কোডের মতো সংস্থাগুলোর সঙ্গে মিলে ডেটা সায়েন্স ওয়ার্কশপের নেতৃত্ব দেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Suchana Seth, Mindful AI Lab CEO, Bengaluru CEO Killed Son

Suchana Seth: পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সূচনা শেঠ কর্ণাটকের চিত্রদুর্গা জেলা থেকে তাঁর ছেলের দেহ একটি ব্যাগে ভরে ক্যাবে চেপে পালানোর চেষ্টা করার সময় ধরা পড়েছেন। (এক্স/সুচনা শেঠ)

Bengaluru CEO Killed Son: বেঙ্গালুরুতে (Bengaluru) একটি এআই স্টার্টআপের ৩৯ বছর বয়সি সিইও (CEO) সূচনা শেঠকে (Suchana Seth) সোমবার রাতে গোয়ার একটি পরিষেবা অ্যাপার্টমেন্টে তাঁর চার বছরের ছেলেকে হত্যার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। কর্ণাটকের চিত্রদুর্গা জেলায় তাঁর ছেলের লাশ একটি ব্যাগে ভয়ে নিয়ে ক্যাবে চেপে পালানোর চেষ্টা করার অভিযোগ উঠেছে ওই সিইওর বিরুদ্ধে। সেই সময়ই তাঁকে আটক করা হয়েছে। এই হত্যার উদ্দেশ্য এখনও সম্পূর্ণরূপে পরিষ্কার হয়নি। তবে, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে সূচনা শেঠ তাঁর স্বামীর সঙ্গে 'বিবাহ বিচ্ছিন্না'। সেটা এই খুনের অন্যতম কারণ হতে পারে।

Advertisment
  • একটি সংস্থার সিইও সূচনা শেঠ (CEO Suchana Seth)।
  • নিজের চার বছরের ছেলেকে হত্যার দায়ে অভিযুক্ত।
  • হার্ভার্ড ইউনিভার্সিটির (Harvard University) প্রাক্তনী।

Who is Suchana Seth? এআই (AI) বিশেষজ্ঞ এবং ডেটা সায়েন্টিস্ট
তাঁর লিঙ্কডইন প্রোফাইল অনুসারে, সূচনা একজন এআই (AI) নীতিশাস্ত্র বিশেষজ্ঞ এবং ডেটা সায়েন্টিস্ট (data scientist)। স্টার্টআপের ডেটা সায়েন্স টিম এবং স্কেলিং মেশিন লার্নিং সমাধানে তাঁর ১২ বছরেরও বেশি অভিজ্ঞতা আছে। তিনি টেকনিক্যাল কনসালটেন্সি, 'দ্য মাইন্ডফুল এআই ল্যাব'-এরও প্রতিষ্ঠাতা। অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, তাঁর কোম্পানি কাস্টমাইজড এআই নীতিশাস্ত্র উপদেষ্টার পরিষেবা দিয়ে থাকে। এটি বিভিন্ন সংস্থার এআই সিস্টেম এবং ডেটা অনুশীলনের অডিট করা এবং ডেটা পরিপক্কতার সমস্ত পর্যায়ের দায়িত্ব নিয়ে কাজ করে। এআই সংস্থাগুলোর রোডম্যাপও ঠিক করে দেয়।

আরও পড়ুন- মোদীর লাক্ষাদ্বীপ সফর ঘিরে উত্তাল মালদ্বীপ, কিন্তু, কেন?

হার্ভার্ড ইউনিভার্সিটির কৃতী ছাত্রী
সূচনা ২০২১ সালে এআই এথিক্স তালিকায় ১০০ ব্রিলিয়ান্ট উইমেনের অন্যতম। হার্ভার্ড ইউনিভার্সিটির বার্কম্যান ক্লেইন সেন্টারের (Berkman Klein Centre at Harvard University) একজন ফেলো (২০১৭-১৮) এবং অ্যাফিলিয়েট (২০১৮-১৯) ছিলেন। তাঁর প্রোফাইল থেকে এমনটাই জানা গিয়েছে। বার্কম্যান ক্লেইন সেন্টার (Berkman Klein Centre)-এর অ্যালাম পৃষ্ঠা অনুসারে, সূচনার টেক্সট মাইনিং এবং প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণের পেটেন্টও আছে। প্রোফাইলে বলা আছে, 'তিনি ডেটা বিজ্ঞানে লিঙ্গ ব্যবধান বন্ধ করার বিষয়েও উত্সাহী। উইমেন হু কোডের মতো সংস্থাগুলোর সঙ্গে মিলে ডেটা সায়েন্স ওয়ার্কশপের নেতৃত্ব দেন।' বার্কম্যানে সূচনা শিল্পে নৈতিক মেশিন লার্নিং এবং এআইকে কার্যকর করার উপায় নিয়ে লেখাপড়া করেছিলেন। তাঁর লিঙ্কডইন প্রোফাইলে আরও বলা হয়েছে যে তিনি ডেটা সায়েন্সেস গ্রুপ, ইনোভেশন ল্যাবসে একজন সিনিয়র অ্যানালিটিক্স কনসালটেন্ট। রামন রিসার্চ ইনস্টিটিউটের একজন রিসার্চ ফেলোও ছিলেন।

কীভাবে খবর পেল পুলিশ?
অভিযুক্ত সূচনা শেঠ, গোয়ার ক‍্যান্ডোলিমে সোমবার সকালে গিয়েছিলেন। হোটেলের ঘর ভাড়া নেওয়ার সময় বেঙ্গালুরুর একটি ঠিকানা দিয়েছিলেন। সোল ব‍্যানিয়ান গ্র‍্যান্ড হোটেলের ৪০৪ নম্বর ঘরে ছিলেন। চার বছরের সন্তানকে সঙ্গে নিয়েই হোটেলে প্রবেশ করেছিলেন। হোটেলের স্টাফদের বারেবারে জিজ্ঞাসা করেছেন, কীভাবে ট্যাক্সি চেপে কর্নাটকে যাওয়া যায়? হোটেলের কর্মীরা প্লেনে যাওয়ার পরামর্শ দিলেও ট্যাক্সি ঠিক করে দিতে বলেছিলেন। তিনি হোটেল ছাড়ার সময় সন্তান তাঁর সঙ্গে ছিল না। ঘর পরিষ্কার করতে গিয়ে রক্তের দাগ দেখে হাউস কিপারের সন্দেহ হয়। তারপরই গোয়া পুলিশের কাছে খবর যায়।

কীভাবে উদ্ধার হল দেহ?
কালিঙ্গট থানার ইনস্পেক্টর পরেশ নায়েক জানিয়েছেন, সন্দেহ হওয়ায় ওই ট‍্যাক্সি চালকের সঙ্গে যোগাযোগ করে ট‍্যাক্সি থামিয়ে দেওয়া হয়। ওই মহিলাকে শিশুটির ব্যাপারে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান এক বন্ধুর বাড়িতে রেখে এসেছেন। ওই বন্ধুর ঠিকানা ভুয়ো বলেই পরে প্রমাণিত হয়। আর, ওই মহিলার ব‍্যাগ থেকে উদ্ধার হয়েছে বাচ্চাটির মৃতদেহ।

bengaluru USA bengaluru police expert Harvard University Companies
Advertisment