বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের ঘটনায় এবার এনআই-এর হাতে তদন্তভার তুলে দিল স্বরাষ্ট্র মন্ত্রক। গত সপ্তাহে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়। বর্তমানে এই ঘটনার তদন্ত করছে কর্ণাটক পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রক এই ঘটনার তদন্তভার জাতীয় তদন্ত সংস্থার হাতে অর্পন করেছে।
সোমবারই এই ঘটনার তদন্তের দায়িত্ব জাতীয় তদন্ত সংস্থার হাতে তুলে দিয়েছে। ঘটনার পিছনে বৃহত্তর ষড়যন্ত্রের যোগসাজশ খতিয়ে দেখতেই এনআইয়ের হাতে তদন্তভার তুলে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। স্বরাষ্ট্র মন্ত্রক বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের তদন্ত জাতীয় তদন্ত সংস্থার কাছে হস্তান্তর করেছে। গত ১ মার্চ বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়।
শনিবার, কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছিলেন যে রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের সাথে ২০২২ সালে ম্যাঙ্গালুরু এবং শিবমোগায় বিস্ফোরণের মিল রয়েছে। শুক্রবার (১ মার্চ) বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায় এক ব্যক্তি মাথায় টুপু, মুখে মাস্ক, চোখে সানগ্লাস পরে ক্যাফেতে প্রবেশ করছেন। তার হাতে ছিল বিস্ফোরক ভর্তি ব্যাগ। সেখান থেকে ঘটে বিস্ফোরণের ঘটনা। এরপরই কোমর বেঁধে আসরে নামে পুলিশ।
আরও পড়ুন : < Arvind Kejriwal On ED Summon: তদন্তে সাহায্য করতে প্রস্তুত মুখ্যমন্ত্রী, চিঠি দিয়ে জানালেন ইডিকে >
বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির প্রথম ছবি বেঙ্গালুরু বিস্ফোরণের একদিন পরে শনিবার প্রকাশ্যে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি ক্যাফেতে টুপি, মাস্ক এবং হাতে আইইডি ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেন এবং তারপর সেখান থেকে চলে যান। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত রামেশ্বরম ক্যাফে শহরের অন্যতম বিখ্যাত ক্যাফে।