Advertisment

Video Recording: নামী কফি শপের লেডিস টয়লেটে লুকানো মোবাইল, অন রেকর্ডিং, মহিলা নিরাপত্তায় বড়সড় প্রশ্ন!

আরজি কর হাসপাতালে যখন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। ঠিক সেই সময়ই সামনে এল হাড়হিম করা ঘটনা। ফের মহিলা নিরাপত্তা নিয়ে তৈরি হল এক বড়সড় প্রশ্নচিহ্ন। কাঠগড়ায় এক নামী কফি আউটলেট।

author-image
IE Bangla Web Desk
New Update
Police arrested a 23-year-old staffer of a coffee shop in Bengaluru on Saturday night after a woman discovered a hidden camera in its toilet. (Photo: X/@thirdwaveindia)

শনিবার রাতে বেঙ্গালুরুতে একটি কফি শপের 23 বছর বয়সী কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে যখন একজন মহিলা তার টয়লেটে একটি গোপন ক্যামেরা আবিষ্কার করেছে। (ছবি: X/@thirdwaveindia)

Video Recording: কফি শপের লেডিস টয়লেটে লুকানো গোপন ক্যামেরা। ২ ঘন্টা ধরে অন রয়েছে রেকর্ডিং। ঘটনা সামনে আসতেই ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়। কাঠগড়ায় এক নামী কফি আউটলেট। প্রশ্ন উঠছে কোথায় মহিলাদের নিরাপত্তা?

Advertisment

আরজি কর হাসপাতালে যখন মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল দেশ। ঠিক সেই সময়ই সামনে এল হাড়হিম করা ঘটনা। ফের মহিলা নিরাপত্তা নিয়ে তৈরি হল এক বড়সড় প্রশ্নচিহ্ন। কাঠগড়ায় এক নামী কফি আউটলেট। এই ঘটনায় শনিবার রাতে বেঙ্গালুরুতে একটি নামী কফি আউটলেটের এক কর্মীকে পুলিশ গ্রেফতার করেছে।

বিষয়টি প্রকাশ্যে আনেন এক এক মহিলা। তিনি টয়লেটে একটি গোপন ক্যামেরা দেখে গোটা ঘটনা ইন্সটা পোস্টে তুলে ধরেন। ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে সেই পোস্ট। অবশেষে টনক নড়ে প্রশাসনের। গ্রেফতার করা হয় মনোজ নামে থার্ড ওয়েভ কফি আউটলেটের এক কর্মচারীকে।

কী লেখা ছিল সেই ইনস্টাগ্রাম পোস্টে? পোস্টটিতে লেখা ছিল, “মহিলা ওয়াশরুমে একটি ফোন খুঁজে পেয়েছেন, যেটি ডাস্টবিনের পাশে এক কোণে লুকিয়ে রাখা ছিল। অন ছিল রেকর্ডিং। ২ ঘন্টা ধরে দিব্যি চলেছে ভিডিও রেকর্ডিং। ফোনটি ফ্লাইট মোডে ছিল যাতে কোন রকমের আওয়াজ না হয়। টয়লেটে ক্যামেরা দেখে পুলিশ ডাকা হয়। পুলিশ শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে যথাযথ ব্যবস্থা নিয়েছে।”

আরও পড়ুন - < Bomb explosion: প্রাক্তন বিধায়কের বাড়িতে বোমা হামলা, মৃত স্ত্রী, তদন্তে পুলিশ, হাড়হিম ঘটনায় প্রশ্ন নিরাপত্তায় >

ঘটনার পরে, থার্ড ওয়েভ এক্স হ্যান্ডেলে এক পোস্টে গোটা ঘটনায় ক্ষমা চেয়ে লিখেছে, এই ধরণের ঘটনা দুর্ভাগ্যজনক। ঘটনার জন্য আমরা দুঃখিত এবং জোর দিয়ে বলতে চাই যে এই ধরনের কাজ থার্ড ওয়েভ কফি আউটলেট একেবারেই সমর্থন করে না। আমরা আমাদের গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করে পরিস্থিতি মোকাবেলা করার জন্য দ্রুত কাজ করেছি।"

national news Videos
Advertisment