কর্ণাটকের ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর খুন বেঙ্গালুরুতে। মহিলা ভূতত্ত্ববিদ কেএস প্রতিমা খুন হলেন বেঙ্গালুরুতে ৷ বাসভবন থেকে উদ্ধার করা হয়েছে তাঁর নলি কাটা দেহ।
ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টরের খুনের ঘটনায় ইতিমধ্যেই প্রাক্তন গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে ওই চালকের নাম কিরণ। ঘটনার পর নিখোঁজ হন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে "কিরণকে সম্প্রতি চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় অন্য একজন চালককে নিয়োগ করেন ভূতত্ত্ব বিভাগের ডেপুটি ডিরেক্টর "। ঘটনার পর থেকে কিরণের মোবাইল ফোন বন্ধ ছিল।
আধিকারিকরা জানিয়েছেন, রবিবার সকাল ৮.৩০ নাগাদ সুব্রমণ্যপুরা থানা এলাকায় ডোডডাকাল্লাসান্দ্রায় তার বাসভবন থেকে গলা কাটায় অবস্থায় উদ্ধার করা হয় কে.এস প্রতিমার দেহ।
এক ঊর্ধ্বতন পুলিশ কর্তা বলেছেন, মহিলাকে তার ঘরের মধ্যে খুন করা হয়েছে। "প্রথমে শ্বাসরোধ করা হয় এবং তারপর তার গলা কেটে খুন করা হয়। আমরা ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছি।"
অ্যাডিশ্যানাল কমিশনার (দক্ষিণ) রাহুল কুমার শাহাপুরওয়াদ বলেন, শনিবার রাত ৮টা নাগাদ কর্মস্থল থেকে বাড়ি ফিরেছিলেন। “আমাদের সন্দেহ হয় রাতেই তাকে খুন করা হয়েছে। তদন্তের জন্য তিনটি দল গঠন করা হয়েছে,”।
ডিসিপি বলেন, ফরেনসিক ও টেকনিক্যাল টিম তদন্ত করছে। তদন্তের পরই জানা যাবে প্রকৃত কারণ। তিনি বলেন, চার-পাঁচ বছর ধরে একাই থাকছিলেন প্রতিমা। সূত্রের খবর, প্রতিমার স্বামী থাকেন শিবমোগা জেলার তিরথাহল্লিতে। এই ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেছেন, বিষয়টি তদন্ত করা হবে। দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে'।