/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/ie-rameshwaram.jpg)
বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ।
প্রবল বিস্ফোরণে কেঁপে উঠল শহরের এক অভিজাত রেস্তোরাঁ। শুক্রবার দুপুরে হঠাৎ করেই বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় মোট ৫ জন আহত হয়েছেন। জানা গিয়েছে ক্যাফে-চেইনটির হোয়াইটফিল্ড শাখায় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই ঘটনাস্থলে এসে পৌঁছেছে বিরাট পুলিশ বাহিনী। এই বিস্ফোরণের সঙ্গে কোনও জঙ্গি হামলার যোগসূত্র আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ হয়েছে। যদিও বিস্ফোরণের কারণ নিয়ে এখনও নিশ্চিত করে পুলিশের তরফে কিছুই জানানো হয়নি। ক্যাফেতে বিস্ফোরণের পর হোয়াইটফিল্ড-এর ডেপুটি কমিশনার অফ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক অফিসাররা। এই ক্যাফেটি বেঙ্গালুরুর অন্যতম জনপ্রিয় ফুড চেইন। বিস্ফোরণটি ঘটে ১লা মার্চ দুপুর ১টা নাগাদ।
#WATCH | Karnataka | An explosion occurred at The Rameshwaram Cafe in Whitefield, Bengaluru. Injuries reported. Details awaited.
Whitefield Fire Station says, "We received a call that a cylinder blast occurred in the Rameshawaram cafe. We reached the spot and we are analysing… pic.twitter.com/uMLnMFoHIm— ANI (@ANI) March 1, 2024
বিস্ফোরণের পর গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের কারণে পুলিশ গোটা এলাকাটি ঘিরে রেখেছে। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন। সিলিন্ডার ফেটেই বিপত্তি ঘটে বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে আহয় অন্তত পাঁচজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা জানিয়েছেন, কী কারণে এই বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট নয়। তবে সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছে পুলিশ। ঘটনাস্থলে ডগ স্কোয়াড, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ, বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করছে।