ডাক্তার-ইঞ্জিনিয়ার পরিচয়ে ডজনের বেশি মহিলা বিয়ে। একদশক পর পুলিশের জালে অভিযুক্ত। ডেটিং সাইটের মাধ্যমে মহিলাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে মহেশ কে বি নায়ক নামের বছর ৩৫-এর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাইসোর পুলিশ। তদন্তে জানা গিয়েছে ওই যুবকের চার সন্তানও রয়েছে।
মাইসোর সিটি পুলিশ রবিবার ডাক্তার, ইঞ্জিনিয়ার পরিচয়ে ডজনের বেশি মহিলা বিয়ে করার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ব্যক্তি ডাক্তার, ইঞ্জিনিয়ার পরিচয়ে ডেটিং সাইটে মহিলাদের সঙ্গে আলাপ জমিয়ে তাদের সঙ্গে প্রতারণায় সিদ্ধহস্ত ছিলেন। পুলিশের সন্দেহ করেন যে তিনি ২০১৪ সাল থেকে কমপক্ষে ১৫ জন মহিলাকে বিয়ে করেছেন। তার চার সন্তানও রয়েছে।
অভিযুক্তের নাম মহেশ কে বি নায়ক (৩৫), বেঙ্গালুরুর বনশঙ্কারির বাসিন্দা। মাইসুরুর এক সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারের তিনি চলতি বছরের শুরুতে বিয়ে করেন।বিয়ের পর মহিলার সন্দেহ হওয়ার তিনি থানায় অভিযোগ দায়ের করার পরে পুলিশ অভিযুক্ত ওই ব্যক্তির বিরুদ্ধে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছে। নিজেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার পরিচয় দিয়ে মহিলাদের সঙ্গে ডেটিং সাইটে আলাপ জমাতেন। কথা বার্তায় রীতিমত ওস্তাদ ছিলেন ওই ব্যক্তি। যার কারণেই একের পর এক মহিলা ওই ব্যক্তির প্রতারণার ফাঁদে পড়েন। বেশিরভাগ মহিলা সামাজিক কলঙ্কের ভয়ে অভিযোগ দায়ের করা থেকে বিরত থাকেন। এক পুলিশ কর্মকর্তা বলেন, তদন্তে জানা গেছে যে নায়কের বাবা তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলাও দায়ের করেছিলেন।