(LR) মূল সন্দেহভাজনকে একটি সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে; বিস্ফোরণের মুহূর্তের আরেকটি নজরদারি ক্যামেরার ফুটেজ থেকে স্ক্রিনগ্র্যাব। (ফাইল ফটো)
'হাতে টুপি, মুখোশ এবং আইইডি ভর্তি ব্যাগ', বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণে ঘটনায় অভিযুক্তের প্রথম ছবি এবার প্রকাশ্যে। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এবার সামনে এল নাশকতার ঘটনা। প্রথমে গ্যাস সিলিন্ডার থেকেই বিস্ফোরণ ঘটে বলে একটি সূত্র দাবি করলেও এবার সামনে এসেছে সিসিটিভি ফুটেজ। তার ভিত্তিতে একজনকে আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। জানা গিয়েছে তিনি বেঙ্গালুরুর বাসিন্দা।
Advertisment
শুক্রবার (১ মার্চ) বেঙ্গালুরুতে রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনা ঘটে। এই ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। তাদের সকলকেই স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। এরপরই ঘটনার তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। তাতে দেখা যায় এক ব্যক্তি মাথায় টুপু, মুখে মাস্ক, চোখে সানগ্লাস পরে ক্যাফেতে প্রবেশ করছেন। তার হাতে ছিল বিস্ফোরক ভর্তি ব্যাগ। সেখান থেকে ঘটে বিস্ফোরণের ঘটনা। এরপরই কোমর বেঁধে আসরে নামে পুলিশ।
বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তির প্রথম ছবি বেঙ্গালুরু বিস্ফোরণের একদিন পরে শনিবার প্রকাশ্যে এসেছে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে এক ব্যক্তি ক্যাফেতে টুপি, মাস্ক এবং হাতে আইইডি ভর্তি ব্যাগ নিয়ে প্রবেশ করেন এবং তারপর সেখান থেকে চলে যান। বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায় অবস্থিত রামেশ্বরম ক্যাফে শহরের অন্যতম বিখ্যাত ক্যাফে।
VIDEO | Bengaluru cafe blast suspect caught on CCTV.
At least 10 people were injured in a low intensity bomb blast at the popular Rameshwaram Cafe in Bengaluru's Whitefield locality on Friday. Police suspect that an improvised explosive device (IED) fitted with a timer inside a… pic.twitter.com/EWGzLAmy1M
পুলিশ জানিয়েছেন সন্দেহভাজন ব্যক্তিই ব্যাগটি ক্যাফেতে রেখেছিলেন এবং বিস্ফোরণের আগে সেখান থেকে গা ঢাকা দেন। সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে আরও একজন ব্যক্তিকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে। ওই ব্যক্তিকে ইতিমধ্যেই আটক করেছে বেঙ্গালুরু পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে ঘটনায় পিছনে কে কে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা।
শুক্রবার দুপুর ১২.৫০ থেকে ১.০০ টার মধ্যে রামেশ্বরম ক্যাফেতে এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে ক্যাফেতে উপস্থিত মোট ১০ জন আহত হয়েছেন। কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি পরমেশ্বরম বলেছেন, 'আমরা ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনার তদন্তে একাধিক দল গঠন করেছি। আমরা সিসিটিভি ফুটেজ থেকে কিছু প্রমাণ সংগ্রহ করেছি। বিস্ফোরণের সময় বিএমটিসির একটি বাস পাশ দিয়ে যাচ্ছিল। আমরা তথ্য পেয়েছি যে সন্দেহভাজন ব্যক্তি বাসে চেপেই ওই ক্যাফেতে আসেন। যত দ্রুত সম্ভব এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হবে'। বিস্ফোরণের ঘটনায় বেঙ্গালুরু পুলিশ বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন (ইউএপিএ) এবং বিস্ফোরক পদার্থ আইনের অধীনে একটি মামলা দায়ের করেছে।
রামেশ্বরম ক্যাফেতে দমকলকর্মী এবং অন্যান্য কর্মকর্তারা।। (পিটিআই ছবি)
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, ক্যাফে বিস্ফোরণের ঘটনার সঙ্গে কর্ণাটকের শিবমোগায় বিস্ফোরণের বেশ কিছু মিল রয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবারের রামেশ্বরম ক্যাফেতে ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনার সঙ্গে ২০২২ সালে ম্যাঙ্গালুরু এবং শিবমোগায় রিপোর্ট করা বিস্ফোরণের মিল রয়েছে বলেই দাবি করেছেন কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার।