বেঙ্গালুরুতে হিংসার ঘটনার তদন্তভার হাতে তুলে নিল এনআইএ। হিংসায় প্ররোচনা দেওয়ার জন্য় এসডিপিআই নেতার দিকে আঙুল তুলেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পূর্ব বেঙ্গালুরুতে হিংসা ও ডিজে হাল্লি থানায় হামলার ঘটনায় প্ররোচনা দিয়েছেন এসডিপিআই নেতা মুজামিল পাশা, এমন দাবিই করেছে এনআইএ।
মঙ্গলবার এক বিবৃতিতে এনআইএ-র তরফে জানানো হয়েছে, ''এসডিপিআই-এর রাজ্য় সম্পাদক মুজামিল পাশা বৈঠক ডেকে পিএফআই/এসডিপিআই সদস্য়দের হিংসায় জনতাকে প্ররোচিত করতে নির্দেশ দেন। বেঙ্গালুরু শহরে ডিজে হাল্লি, কেজি হাল্লি ও পুলাকেশি নগর এলাকায় তাণ্ডব চালায় জনতা''।
আরও পড়ুন: নবোদয় স্কুল-আইআইটি-আইআইএমের সৌজন্যে পিএম কেয়ারে ২১.৮১ কোটি টাকা
এর আগে, হিংসার ঘটনায় এসডিপিআই দলের ভূমিকা খতিয়ে দেখতে একটি তদন্তকারী দল তৈরি করেছিল বেঙ্গালুরু সিটি পুলিশ। এনআইএ আরও জানিয়েছে যে, গত ১১ অগাস্ট কংগ্রেস বিধায়ক এ শ্রীনিবাস মূর্তির বাড়ির সামনে ১০০ জনেরও বেশি মানুষের জমায়েত হয়। কংগ্রেস বিধায়কের ভাইপো নবীনের ফেসবুক পোস্ট ঘিরে হিংসা ছড়ায়।
এক আইজি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে বেঙ্গালুরুতে হিংসাকাণ্ডের তদন্ত চালাচ্ছে এনআইএ। ডিজে হাল্লি ও কেজি হাল্লি থানায় নতুন করে ২টি মামলা রুজু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে, গত অগাস্টে হিংসার ঘটনায় বিশেষ তদন্তকারী দল তৈরি করেছিলেন কর্নাটকের মুখ্য়মন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন