আগস্ট মাসের প্রথম রবিবার ফ্রেন্ডশিপ ডে-এর উদযাপনে ব্যস্ত গোটা দুনিয়া। সেই ভিড়ে সামিল হল ভারতে ইজরায়েলের দূতাবাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইজরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানায়হু-এর বন্ধুত্ব অটুট থাকার জন্য সোলে গানের সঙ্গে ফ্রেন্ডশিপ ডে-এর শুভেচ্ছা শেয়ার করল দূতাবাস।
একের পর এক ছবি স্লাইড শো আকারে উঠে আসছে, পাশাপাশি আবহসঙ্গীতে বাজছে শোলে সিনেমার 'ইয়ে দোস্তি হম নেহি তোরেঙ্গে গানটি। যার মাধ্যমে তাদের বন্ধুত্বের কথা তুলে ধরা হচ্ছে। ক্যাপশানে লেখা রয়েছে "আমাদের অটুট বন্ধুত্বের আরও বৃদ্ধি হোক, সেই কামনা করি।"
দুই বন্ধুত্বের ছবি এর আগেও প্রকাশ্যে উঠে এসেছে। বিদেশ সফরে গিয়ে ইজরায়েলের সমুদ্রতটে বেঞ্জামিনে ঘুরে বেড়াতে দেখা গিয়েছিল নরেন্দ্রমোদীকে। সেই ছবিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে মোদীর জয়ে খুশি হয়েছিলেন নেতানায়হু।