প্রয়াত অশীতিপর 'ভজন সম্রাট' নরেন্দ্র চঞ্চল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

বার্ধক্যজনিত কারণে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত সঙ্গীতশিল্পী।

বার্ধক্যজনিত কারণে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত সঙ্গীতশিল্পী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বার্ধক্যজনিত কারণে দীর্ঘ রোগভোগের পর প্রয়াত ভজন গায়ক নরেন্দ্র চঞ্চল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। প্রায় দু'মাস অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তাঁর ম্যানেজার সঞ্জয় মালিক ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছে, 'দীর্ঘদিন ধরে তাঁর হৃদযন্ত্রের সমস্যা। প্রায় অসুস্থ হয়ে পড়তেন। এদিন দুপুরের দিকে মৃত্যু হয় তাঁর।'

Advertisment

মুলত ভক্তিমুলক গান গেয়ে পরিচিতি পেয়েছিলেন চঞ্চল। তবে ববি ও অবতার ছবিতেও তাঁর দুটি জনপ্রিয় গান রয়েছে। অবতারের 'চলো বুলাবা আয়া রে', আর ববির 'বেশক মন্দির মসজিদ তরো' তাঁকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। ববির ওই গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন তিনি।

Advertisment

তাঁর মৃত্যুতে শোক জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিখেছেন, "ভজন সম্রাট নরেন্দ্র চঞ্চলের মৃত্যুতে আমি গভীর শোকাহত। ভজন সঙ্গীতকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন নরেন্দ্র চঞ্চল। তাঁর পরিজন ও অনুরাগীদের দুঃখে সমব্যথী।" ডালের মেহেন্দি। তিনি লেখেন, 'প্রবীণ ওই সঙ্গীতশিল্পীর মৃত্যুতে মর্মাহত। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমব্যথী।' পাশাপাশি গায়ক জসপ্রীত শর্মা লেখেন, 'সঙ্গীত জগত আপনার অবদান চিরকাল মনে রাখবে।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bhajan Singer Narendra Chanchal