Advertisment

শেষ করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন শুক্রবার! মহারাষ্ট্রের প্রথম কোভিডমুক্ত জেলা ভান্ডারা

Covid-19 in Maharshtra: শনিবার জেলাজুড়ে মোট ৫৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। একজনের শরীরেও মেলেনি করোনা ভাইরাসের অস্তিত্ব।

author-image
IE Bangla Web Desk
New Update
corona india daily case report 9 december 2021

প্রতীকী ছবি

Covid-19 in Maharshtra: করোনা সংক্রমণের প্রথম ঢেউ হোক কিংবা দ্বিতীয় ঢেউ। দৈনিক আক্রান্তের নিরিখে তালিকার একদম উপরের দিকে মহারাষ্ট্র। মোট সংক্রমণেও প্রথম পাঁচে পশ্চিমের এই রাজ্য। করোনা সংক্রমণের এমন পরিসংখ্যানের মধ্যেই সুখবর শোনাল মহারাষ্ট্রের ভান্ডারা জেলা প্রশাসন। সেই রাজ্যের প্রথম্ন কোভিড-মুক্ত জেলা হিসেবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খাতায় নাম তুলেছে এই জেলা। শুক্রবার শেষ সংক্রমিত রোগী বাড়ি ফিরেছেন। শনিবার জেলাজুড়ে মোট ৫৭৮ জনের নমুনা পরীক্ষা হয়েছে। একজনের শরীরেও মেলেনি করোনা ভাইরাসের অস্তিত্ব।

Advertisment

এদিন এমন ঘোষণা করেছেন ভান্ডারার জেলা শাসক সন্দীপ কদম। তিনি বলেছেন, ‘জেলা প্রশাসন, স্বাস্থ্য দফতর এবং ত্রিস্তরীয় সুরক্ষা বলয়ে ভর করে এই সাফল্য এসেছে।‘ কী সেই সুরক্ষা বলয়? জেলা শাসক বলেন, ‘ট্রেসিং, টেস্টিং, ট্রিটমেন্ট।‘

জানা গিয়েছে, গত বছর ২৭ এপ্রিল এই জেলায় প্রথম করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল। এবং চলতি বছর ১২ এপ্রিল সর্বাধিক ১৫৯৬ জনের দৈনিক সংক্রমণ রেকর্ড হয়েছিল ভান্ডারা জেলায়। এদিকে, গত ২৪ ঘন্টায় সংক্রমণ কমল অনেকটা, তবে বাড়ল মৃত্যুর হার। স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৬২৮ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ হাজার ৬৬৮ জন। শুক্রবার ভয়ঙ্কর ভাইরাসে মৃত্যু হয়েছে ৬১৭ জনের।

এখনও পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ১০ লক্ষ ৫৫ হাজার ৮৬১ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ৪ লক্ষ ২৭ হাজার ৩৭১ জন।

কোভিডের তৃতীয় ঢেউ আসন্ন। সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর মধ্যেই দেশের করোনা গ্রাফে ওঠা-পড়া অব্যাহত। গত তিন ধরে দৈনিক সংক্রমণের হার ৪০ হাজারের উপরে ছিল। তবে, শুক্রবার তা বেশ খানিকটা কমেছে। যদিও সংক্রমণের নিরিখে এখনও উদ্বেগ বাড়াচ্ছে কেরালা। গত ২৪ ঘন্টায় কেরালায় আক্রেনত হয়েছেন ১৯ হাজার ৯৪৮ জন। মহারাষ্ট্রে দৈনিক সংক্রমিতের সংখ্যা ৫ হাজার ৫৩৯ জন। দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৫ লক্ষ ১২ হাজার ১৫৩ জন। কেস রিকভারি রেট ১.৩০ শতাংশ

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maharashtra Corona India COVID-19 District
Advertisment