Advertisment

Bharat Bandh 2024: বুধবার কতটা প্রভাব পড়বে ভারত বনধের, স্কুল-কলেজ, ব্যাঙ্ক খোলা না বন্ধ?

Bharat Bandh on August 21 2024: তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষণে ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ আগস্ট, বুধবার দেশজুড়ে বিভিন্ন সংগঠন 'ভারত বনধ'-এর ডাক দিয়েছে। বহুজন সমাজ পার্টি-সহ বহু রাজনৈতিক দল এই বনধে সমর্থন দিচ্ছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bharat Bandh 2024: Know school, office, college, banks are closed?: ভারত বনধের জেরে স্কুল-কলেজ, ব্যাঙ্ক কি খোলা থাকবে?

Bharat Bandh 2024: Know school, office, college, banks are closed?: ভারত বনধের জেরে স্কুল-কলেজ, ব্যাঙ্ক কি খোলা থাকবে?

Bharat Bandh on August 21 2024: তফসিলি জাতি ও উপজাতি সংরক্ষণে ক্রিমি লেয়ার নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে ২১ আগস্ট, বুধবার দেশজুড়ে বিভিন্ন সংগঠন 'ভারত বনধ'-এর ডাক দিয়েছে। বহুজন সমাজ পার্টি-সহ বহু রাজনৈতিক দল এই বনধে সমর্থন দিচ্ছে।

Advertisment

এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে কেন ভারত বনধ ডাকা হল? সুপ্রিম কোর্টের কোন সিদ্ধান্তের বিরোধিতা করছে দলিত সংগঠনগুলো? দলিত সংগঠনগুলোর দাবি কী? কেন ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) তে ল্যাটারাল এন্ট্রি প্রশ্নবিদ্ধ? ভারত বনধের সময় কী খোলা থাকবে আর কী বন্ধ থাকবে?

আইন-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক পুলিশ

বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ভারত বনধের কথা মাথায় রেখে পুলিশও অনেক ব্যবস্থা গ্রহণ করেছে। সমস্ত জেলায় আইনশৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে কোনও রকম গন্ডগোল-অশান্তি না হয়। বিরোধ-অবস্থানের মধ্যে যাতে শান্তিভঙ্গ না হয় সেদিকে নজর পুলিশের। অতিরিক্ত বাহিনী মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ভারত বনধের জেরে যাতে কোথাও অশান্তি না হয় সেজন্য পুলিশের শীর্ষ আধিকারিকরা ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সমস্ত থানাগুলিকে অ্যালার্ট করেছেন। পশ্চিম উত্তরপ্রদেশে বিশেষ করে সংবেদনশীল এলাকাগুলিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন ২ শিশুকন্যার যৌন নিগ্রহের জেরে তুলকালাম, স্টেশনে ভাঙচুর-ধুন্ধুমার, বিপর্যস্ত রেল পরিষেবা

২১ আগস্ট কেন ভারত বনধ?

সংরক্ষণ বাঁচাও সংঘর্ষ সমিতির নেতৃত্বে এই বনধের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ আগস্ট সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। যাতে তফসিলি জাতি-উপজাতির মধ্যে সাব-ক্যাটেগরি তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে। যাঁদের সংরক্ষণের প্রকৃত প্রয়োজন তাঁদেরই এই নীতিতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু যাতে এই সিদ্ধান্ত খারিজ করা হয় সেইজন্য এই বনধ।

Bharat Bandh 2024: কী কী খোলা থাকবে?

আপৎকালীন পরিষেবা যেমন অ্যাম্বুল্যান্স, দমকল, হাসপাতাল, মেডিক্যাল পরিষেবা খোলা থাকবে।

পুলিশ পরিষেবা এই বনধের আওতার বাইরে রয়েছে।

ফার্মেসি পরিষেবা চালু থাকবে। ওষুধের দোকান বনধের আওতার বাইরে। এছাড়াও সরকারি অফিস, স্কুল-কলেজ নিত্যদিনের মতো খোলা থাকবে।

বেসরকারি অফিস, স্কুল-শিক্ষা প্রতিষ্ঠান, বেসরকারি পরিবহণে প্রভাব পড়তে পারে বনধের।

bharat bandh Reservation General News
Advertisment