Advertisment

Bharat Bandh: ‘কোটার মধ্যে কোটা’, সুপ্রিম রায়ে আপত্তি, ২১ সংগঠনের ডাকা ভারত বন্ধে মিশ্র প্রভাব

২১টি সংগঠন আজ দেশব্যাপী বনধের ডাক দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
bharat bandh live

ভারত বন্ধের লাইভ আপডেট: ভীম আর্মির সমর্থকরা আরাহ (পিটিআই) তে এসসি/এসটি সংরক্ষণের উপর সাম্প্রতিক সুপ্রিম কোর্টের রায়কে কেন্দ্র করে ভারত বন্ধের ডাকের সমর্থনে রেলপথ অবরোধ করেছে।

Bharat Bandh: প্রান্তিক সম্প্রদায়ের জন্য শক্তিশালী প্রতিনিধিত্ব এবং সুরক্ষার দাবিতে আজ 'ভারত বন্ধ'-র ডাক দিয়েছে দলিত ও উপজাতি সংগঠনগুলি৷ আজকের এই বন্ধকে বিএসপি, আরজেডি এবং চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি সহ অনেক দল সমর্থন করেছে।

Advertisment

বিহারে ভারত বন্ধের প্রভাব দেখা যাচ্ছে। অনেক জেলায় বিক্ষোভ ও চাক্কা জ্যামের খবর পাওয়া গেছে। সারা দেশে মোট ২১ টি সংগঠন ভারত বন্ধের ডাক দিয়েছে। সেভ রিজার্ভেশন ফর তফসিলি জাতি ও তপশিলি উপজাতি সংগ্রাম কমিটি আজকের এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

ভারত বন্ধের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে, বিক্ষোভ চলাকালীন আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। আসলে সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের বিরোধিতা করে সংগঠনের তরফে দাবি জানানো হয়েছে এই নির্দেশ সংরক্ষণ নীতির ক্ষতি করবে।

সম্প্রতি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়-সহ সাত সদস্যের বেঞ্চের মধ্যে ছ’জন ‘কোটার মধ্যে কোটা’-র পক্ষে রায় দেন। সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে দলিত এবং আদিবাসী গোষ্ঠীগুলির ডাকা দেশব্যাপী ধর্মঘটের মধ্যে, বিহারের পাটনায় পুলিশ বিক্ষোভকারীদের লাঠিচার্জ করেছে, সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে। সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে ভারত বন্ধের ডাক দিয়েছে ২১টি সংগঠন। বাম দল, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), কংগ্রেস, রাষ্ট্রীয় জনতা দল, বহুজন সমাজবাদী পার্টি দেশব্যাপী বনধে সমর্থন করার ঘোষণা করেছে।

< RG Kar Incident: চিকিৎসকদের দখলে রাজপথ, প্রতিবাদের সুনামি তুলে স্বাস্থ্য ভবন অভিযান >

'সংরক্ষণ বাঁচাও সংগ্রাম সমিতি' পাটনায় আজকের বন্ধকে ধিরে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করছে। ভুবনেশ্বর  স্টেশনে বিক্ষোভ দেখানো হয়েছে। যার ফলে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে। ন্যাশনাল কনফেডারেশন অফ দলিত অ্যান্ড আদিবাসী সংস্থার (NACDAOR) মতে এই রায় SC এবং STদের সাংবিধানিক অধিকারকে বিপদের মুখে ফেলেছে৷ সংগঠনের তরফে সরকারকে এসসি, এসটি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর (ওবিসি) জন্য সংরক্ষণের বিষয়ে একটি নতুন আইন প্রণয়ন করার আহ্বান জানানো হয়েছে। যদিও সর্বোচ্চ আদালতের রায় দলিতদের মধ্যে সবচেয়ে পিছিয়ে থাকা গোষ্ঠীগুলিকে সংরক্ষণ নীতি থেকে আরও সুবিধা পাওয়ার পথ প্রশস্ত করেছে। কিছু বহুজন নেতা ও কর্মীরা আশঙ্কা করছেন যে এটি একটি ঐক্যবদ্ধ দলিত আন্দোলন গড়ে তোলার প্রচেষ্টাকে আঘাত করতে পারে।

supreme court Caste Discrimination
Advertisment