Advertisment

Bharat Ratna 2024: রাষ্ট্রপতি ভবনে ভারতরত্ন সম্মান প্রদান, দেখা নেই আদবানির, কিন্তু কেন?

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুর এবং কৃষিবিজ্ঞানী ডক্টর এমএস স্বামীনাথনকে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bharat Ratna Awards,Bharat Ratna Karpoori Thakur,Bharat Ratna Lal Krisha Advani,Bharat Ratna posthumously,Bharat Ratna to Advani,Bharat Ratna to MS Swaminathan,Bharat Ratna to PV Narasimha Rao Garu,Chaudhary Charan Singh & Bharat Ratna,Draupadi Murmu,draupadi murmu president of india,Indian president Draupadi Murmu,President House,Rashtrapati vaban"

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর বাবাকে দেওয়া পুরস্কার গ্রহণ করেন নরসিমা রাও-এর ছেলে পিভি প্রভাকর রাও।

চৌধুরী চরণ সিং, কার্পুরী ঠাকুর সহ আরও দু'ই বিশিষ্টকে ভারতরত্ন প্রদান।

Advertisment

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দিয়ে সম্মানিত করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি.ভি. নরসিমা রাও, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরী ঠাকুর এবং কৃষিবিজ্ঞানী ডক্টর এমএস স্বামীনাথনকে।

প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানিকে ৩১ মার্চ ভারতরত্ন প্রদান করা হবে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে- 'রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাঁকে এই সম্মান জানাতে রবিবার আদবানির বাসবভনে যাবেন। অসুস্থতার কারণে তিনি আজ অনুষ্ঠানে অংশ নিতে পারেন নি। সেদিন আদবানির বাসভবনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডা'।

চার বিশিষ্ট ব্যক্তির পরিবারের হাতে রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ভারতরত্ন তুলে দেওয়া হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের ছেলে পিভি প্রভাকর রাও, চৌধুরী চরণ সিং-এর নাতি জয়ন্ত চৌধুরী, কর্পুরী ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর এবং এমএস স্বামীনাথনের মেয়ে নিত্য রাও রাষ্ট্রপতির হাত থেকে এই সম্মান গ্রহণ করেন।

এটা লক্ষণীয় যে ২০২০-২০২৩ সাল পর্যন্ত কোন বিশিষ্ট ব্যক্তিকে ভারতরত্ন প্রদান করা হয়নি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী লাল কৃষ্ণ আদবানি ব্যতীত, অন্য চার বিশিষ্ট ব্যক্তিবর্গকে (প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, নরসিমা রাও, প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পুরী ঠাকুর এবং কৃষি বিজ্ঞানী ড. এম এস স্বামীনাথন) মরণোত্তর ভারতরত্ন প্রদান করা হয় ৷ এই পাঁচ বিশিষ্ট ব্যক্তিকে আজ ভারতরত্ন প্রদানের মাধ্যমে এখন পর্যন্ত ভারতরত্ন প্রাপকের সংখ্যা পৌঁছেছে ৫৩-এ ।

রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছ থেকে তাঁর বাবাকে দেওয়া পুরস্কার গ্রহণ করেন নরসিমা রাও-এর ছেলে পিভি প্রভাকর রাও। চৌধুরী চরণ সিং-এর নাতি জয়ন্ত সিং এবং রাষ্ট্রীয় লোকদলের (আরএলডি) সভাপতি রাষ্ট্রপতি মুর্মুর কাছ থেকে সম্মান গ্রহণ করেছেন।

স্বামীনাথনের মেয়ে নিত্য রাও এবং কর্পুরী ঠাকুরের ছেলে রাম নাথ ঠাকুর রাষ্ট্রপতির কাছ থেকে এদিন এই পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

Bharat Ratna 2024
Advertisment