Advertisment

Bharat Shakti Exercise: শক্তি দেখে চমকে যাবে শত্রুপক্ষ! পোখরানে যুদ্ধ মহড়া, হাজির থাকবেন মোদীও

মহড়ায় যোগ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Pokhran

শক্তি দেখে চমকে যাবে শত্রুপক্ষ! পোখরানে যুদ্ধ মহড়া 'ভারত-শক্তি'তে হাজির থাকবেন মোদী

তিন বাহিনীরই দেশীয় অস্ত্রের শক্তি ভান্ডারের সাক্ষী থাকতে চলেছে 'ভারত-শক্তি' ওয়ারগেমে। আগামী মঙ্গলবার পোখরানে আয়োজন করা হচ্ছে এই হবে যুদ্ধ অনুশীলনের। অনুষ্ঠানে হাজির থাকবেন খোদ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’-এর চেতনাকে মাথায় রেখেই হবে এই সেনা মহড়া। ভারতের তৈরি বিশেষ যুদ্ধসরঞ্জাম প্রদর্শিত হবে এই অনুষ্ঠানে। পাশাপাশি ভারতের অখণ্ডতা এবং সুরক্ষা নিয়েও এক প্রদর্শনীর আয়োজন করা হবে। অনুষ্ঠানে হাজির থাকবেন চিফ অব ডিফেন্স স্টাফ জেনারাল অনিল চৌহ্বান।

Advertisment

মঙ্গলবার রাজস্থানের পোখরানে একটি বড় সড় 'যুদ্ধ মহড়া' চালাতে চলেছে ভারতের তিন সেনাবাহিনী। যার নাম দেওয়া হয়েছে হয়েছে 'ভারত শক্তি'। অনুষ্ঠানে তিনটি বাহিনীই তাদের শক্তি প্রদর্শন করবে। বিশেষ বিষয় হল প্রায় এক ঘণ্টার এই মহড়ায় দেশীয় তৈরি অস্ত্র প্রদর্শন করা হবে। শনিবার সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে।

চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান সহ তিন বাহিনীর শীর্ষ কর্মকর্তারা পোখরানে অনুষ্ঠিতব্য মহড়ায় অংশ নিতে যাচ্ছেন। যুদ্ধকালীন পরিস্থিতি হ্যাকিংরোধী প্রযুক্তিও তুলে ধরা হবে। ভারত শক্তি' মহড়ার একটি বিশেষ বৈশিষ্ট্য হল এতে তিন বাহিনী একসঙ্গে কাজ করার সুযোগ পাবে।

ভারত শক্তি মহড়ার সময় যে যুদ্ধ সরঞ্জামগুলি প্রদর্শিত হবে তার মধ্যে থাকবে এলসিএ তেজস, ALH MK-4, মোবাইল অ্যান্টি ড্রোন সিস্টেম, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, শর্ট রেঞ্জ মিসাইল প্রদর্শিত হবে এই মহড়ায়।

Indian army
Advertisment