Advertisment

New Criminal Laws: ভারতে নতুন ফৌজদারি আইন কার্যকর কবে থেকে? বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রকের

নতুন আইনের লক্ষ্য ব্রিটিশ আমলের আইন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা।

author-image
IE Bangla Web Desk
New Update
India new criminal laws Amit Shah MHA

2023 সালের ডিসেম্বরে লোকসভা ফৌজদারি বিচার ব্যবস্থাকে সংশোধন করতে চায় এমন তিনটি মূল বিল পাস করেছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জোর দিয়ে বলেছেন যে শাস্তি প্রদানের পরিবর্তে দ্রুত বিচার প্রদানের দিকে মনোনিবেশ করা হচ্ছে। (ফাইল)

জুলাই থেকে দেশে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হবে, বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের। নতুন আইনের লক্ষ্য ব্রিটিশ আমলের আইন সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করা।

Advertisment

আইপিসি, সিআরপিসি এবং সাক্ষ্য আইনের পরিবর্তে নতুন ফৌজদারি আইন আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) পরিবর্তে তিনটি নতুন ফৌজদারি আইন এই বছরের জুলাই থেকে কার্যকর হবে। শনিবার, ২৪ ফেব্রুয়ারি, সরকার জানিয়েছে যে তিনটি নতুন ফৌজদারি আইন ১ জুলাই থেকে কার্যকর করা হবে।

দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে পুরোপুরি বদলে দিতে আগামী ১ জুলাই থেকে তিনটি নতুন আইন কার্যকর হবে। এই তিনটি আইন হল ইন্ডিয়ান জুডিশিয়াল কোড, ইন্ডিয়ান সিভিল ডিফেন্স কোড এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। তিনটি আইনই গত বছরের ২১ সেপ্টেম্বর সংসদে অনুমোদিত হয়। এরপর ২৫ ডিসেম্বর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও সেগুলিকে অনুমোদন দেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (MHA) দ্বারা তিনটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ জুলাই থেকে নতুন আইনের বিধান কার্যকর হবে। এই আইনগুলি ঔপনিবেশিক যুগের ভারতীয় দণ্ডবিধি (IPC), কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর (CrPC) এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট ১৮৭২ কে প্রতিস্থাপন করবে। তিনটি আইনের লক্ষ্য দেশের ফৌজদারি বিচার ব্যবস্থাকে সম্পূর্ণরূপে রূপান্তর করা।

নতুন এই আইন প্রসঙ্গে অমিত শাহ বলেন, ‘১৮৬০ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ফৌজদারি বিচার ব্যবস্থা ব্রিটিশদের তৈরি আইন অনুসারে চলছিল। তবে এই তিনটি আইনে বদল আনা হবে এবং দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে। এই তিন বিল আগের তিনটি ঔপনিবেশিক আইনের অবসান ঘটাবে। এই তিনটি নয়া বিল ভারতকে দাসত্বের মানসিকতা থেকে মুক্তি দেবে। তিনি দাবি করেন, ন্যায়বিচার, সমতা ও নিরপেক্ষতার ধারণার ভিত্তিতেই এই তিন নয়া বিধি তৈরি করা হয়েছে'।

MHA amit shah
Advertisment