মাওবাদী যোগ থাকার অভিযোগের প্রেক্ষিতে মানবাধিকারকর্মী গৌতম নওলাখা, সমাজকর্মী আনন্দ তেলটুম্বড়ে এবং স্টান স্বামীকে ২১ নভেম্বর পর্যন্ত গ্রেফতারি থেকে রেহাই দিল বম্বে হাইকোর্ট। ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত এই তিন ব্যক্তি এদিন তাঁদের বিরুদ্ধে মাওবাদী যোগ সংক্রান্ত পুণা পুলিশের এফআইআর খারিজ করার আবেদন জানিয়েছিলেন আদালতের কাছে। তারপরই গ্রেফতারি থেকে রক্ষাকবচের এই অন্তর্বর্তীকালীন নির্দেশ।
চলতি বছরের ২৯ অগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশে ভারভারা রাও, অরুণ ফেরেইরা, ভার্নন গঞ্জালভেস, সুধা ভরদ্বাজ এবং গৌতম নওলাখাকে গৃহবন্দি করা হয়। এলগার পরিষদ মামলার তদন্তের সূত্রে এই পাঁচ সমাজকর্মীর বাড়ি তল্লাশি করে পুলিশ। এর আগে ২৮ অক্টোবর গোয়া এবং রাঁচিতে যথাক্রমে আনন্দ তেলটুম্বড়ে এবং স্টান স্বামীর বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ, কিন্তু তাঁদের গ্রেফতার করা হয়নি।
পাঁচ সমাজকর্মীকেই গ্রেফতার করা হয়েছিল সিপিআই (মাওবাদী) দলের সঙ্গে যুক্ত থাকার অভিযোগের ভিত্তিতে। ২০১৭ সালের ৩১ ডিসেম্বর পুণার এক এলাকায় মাওবাদীদের কিছু কর্মসূচি ছিল, আর এখানে এই পাঁচ সমাজকর্মীর যোগের প্রমাণও তারা পেয়েছে। তাদের আরও দাবি, এলগার পরিষদের মঞ্চে দেওয়া বেশ কিছু বক্তৃতা ১ জানুয়ারি মহারাষ্ট্রের ভীমা-কোরেগাঁও অঞ্চলে অস্থিরতা সৃষ্টিতে ইন্ধন যুগিয়েছিল। উল্লেখ্য, ওই দিন ভীমা-কোরেগাঁও যুদ্ধে গৌরবময় জয়ের দ্বিশতবর্ষ উদযাপনের উদ্দেশ্যে সমবেত হয়েছিলেন লক্ষাধিক দলিত সম্প্রদায়ের মানুষ।
১ নভেম্বর পর্যন্ত এই সমাদকর্মীদের যাতে গ্রেফতার না করা হয়, তেমন নির্দেশই দিয়েছিল আদালত। স্টান স্বামীকে অবশ্য ৩১ অক্টোবর পর্যন্ত গ্রেফতারি থেকে রেহাই দেওয়া হয়েছিল। এদিন নওলাখার আইনজীবী যুগ মোহিত চৌধুরী আদালতে বলেন, পুণা পুলিশ দেশের খ্যাতনামা এবং মেধাবী ব্যক্তিদের কোনও প্রমাণ ছাড়াই গ্রেফতার করেছে।
উল্লেখ্য, অক্টোবরে সুপ্রিম কোর্ট জানায়, তারা এই মামলায় ঢুকবে না। পুলিশ তাদের তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে পারে। এদিকে, গৃহবন্দিদশার চার সপ্তাহ পর ১ অক্টোবর দিল্লি হাইকোর্ট নওলাখাকে মুক্তি দেয়।
Read the full story in English
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the General News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
পোশাক না খুলে শরীর স্পর্শ করলে যৌন নির্যাতন নয়, বিতর্ক বম্বে হাইকোর্টের রায়ে
'আর ফেরার চেষ্টা করবে না-নেব না', 'দলবদলু'দের কড়া বার্তা মমতার
প্রসেনজিৎ অভিনীত 'নেতাজির' ছবি উন্মোচন রাষ্ট্রপতির! টুইট করেও ডিলিট করলেন মহুয়া
বিয়ে করলেন বরুণ-নতাশা, অতিথি আপ্যায়ণে বিশেষ ভূমিকা শাহরুখ-গৌরীর
দেবলীনা-সায়নীকে খুন-ধর্ষণের হুমকি! পথে নেমে তীব্র প্রতিবাদ বিদ্বজনদের
এবার সময়সীমা বেঁধে মমতার বাড়িতে পদ্ম ফোটানোর চ্যালেঞ্জ শুভেন্দুর
বলিউড ডেবিউ রুক্মিণী মৈত্রর, বিপরীতে বিদ্যুৎ জামওয়াল, 'নার্ভাস লাগছে' মন্তব্য অভিনেত্রীর
দ্বন্দ্ব ভুলে মন্ত্রী অরূপ রায়কে দেখতে হাসপাতালে রাজীব বন্দ্যোপাধ্যায়
'সাহস থাকলে আমাদের ধর্ষণ করুক! ঝাঁটা-বঁটি নিয়ে তেড়ে যাব', প্রতিবাদী সাংসদ নুসরত
অঙ্কুশের নতুন ফ্ল্যাটে জমিয়ে পার্টি, অনীকের গানে দেদার নাচ ঐন্দ্রিলা-বিক্রমের