ভুটান বেড়াতে যাবেন? তাহলে যা বাজেট করেছিলেন, তার সঙ্গে আরও কিছুটা টাকা জুড়ে দিন। কারণ আজ, বুধবার, সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে যে ভারতীয় পর্যটকদের জন্য আরেকটু খরচসাপেক্ষ হতে চলেছে ভুটান ভ্রমণ। নিজেদের পরিবেশ রক্ষার্থে এবার থেকে ভারতীয়দের কাছে "পরিবেশবান্ধব উন্নয়ন ফি" নেবে ভুটান। ভারতীয় পর্যটকদের সংখ্যায় অকস্মাৎ বৃদ্ধিই এই 'ফি' লাগু করার কারণ বলে মনে করা হচ্ছে। এর আগে এই শুল্ক দিতে হতো না ভারতীয়দের।
এএফপি জানিয়েছে যে ভুটানের সংসদের নিম্ন কক্ষে পাশ হওয়া আইন অনুযায়ী, ভারত, বাংলাদেশ এবং মালদ্বীপ থেকে আসা পর্যটকদের এখন থেকে প্রতিদিন জনপিছু দিতে হবে ১,২০০ এনগুলট্রুম (ngultrum), যা ভারতীয় টাকার প্রায় সমমূল্য। এই নিয়ম চালু হবে জুলাই মাস থেকে।
বর্তমানে ভুটানে যে কোনও বিদেশি পর্যটককে (ভারতীয়, বাংলাদেশি, এবং মালদ্বীপের বাসিন্দা বাদে) সিজনে প্রতিদিন জনপিছু ২৫০ ডলার (আন্দাজ ১৭ হাজার ৫০০ টাকা), এবং অফ-সিজনে ২০০ ডলার (আন্দাজ ১৪ হাজার ২০০ টাকা) করে 'পরিবেশ শুল্ক' দিতে হয়। অফ-সিজন সাধারণত থাকে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, যা কিনা শীতকাল, এবং জুন থেকে অগাস্ট, বর্ষাকাল।
উল্লিখিত তিনটি দেশের পর্যটকরা ভিসা ছাড়াই ভুটান যেতে পারেন, এবং এখন পর্যন্ত কোনোরকম বাড়তি কর বা শুল্ক তাঁদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। সুতরাং আপনি ভারত থেকে বেড়াতে গেলে নিজের সুবিধেমত বাজেট করে নিতে পারতেন।
এএফপি-র একটি রিপোর্ট বলছে, গত বছর প্রতিবেশী রাষ্ট্রগুলি থেকে প্রায় ২ লক্ষ পর্যটক ভুটান ভ্রমণে যান, যা কিনা ২০১৭ সালের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। এর ফলে ভুটানে আশঙ্কা জন্মেছে যে আর পাঁচটা জায়গার মতোই বাণিজ্যিক পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে সে দেশ।
তবে ভুটানের সকলেই যে এই সিদ্ধান্তে খুশি, এমনটা নয়। কারণ এই সিদ্ধান্তের ফলে ব্যবসা খোয়াতে চলেছে ক্রমশ বাড়তে থাকা ভারতীয় পর্যটকদের জন্য বিশেষভাবে তৈরি 'বাজেট' হোটেলগুলি। ভুটানের হোটেল এবং রেস্তোরাঁ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোনম ওয়াংচুক এএফপি-কে বলেন যে ইদানীং কালে ভারতীয় টুরিস্টদের জন্য নির্মিত বেশ কিছু বাজেট হোটেল এবার বন্ধ হয়ে যেতে পারে। "আমরা সরকারকে জানিয়েছি আমাদের চিন্তা এবং উৎকণ্ঠার কথা। তা সত্ত্বেও ওরা সিদ্ধান্ত পাল্টায় নি।"
ভুটানের বিদেশ মন্ত্রী এবং পর্যটন কাউন্সিলের প্রধান তান্দি দোরজি অবশ্য জানিয়েছেন, হোটেল শিল্পের ক্ষতি হলে তাঁরা কিছু আর্থিক ছাড়ের কথা ভেবে দেখবেন।