ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন রিপোর্ট প্রত্যাখ্যান বিদেশমন্ত্রকের। কেন্দ্র সরাসরি এই রিপোর্ট সামনে আসার পর এক বিবৃতিতে জানিয়েছে ভুল তথ্যের উপর ভিত্তি করে এই ধরণের রিপোর্ট সামনে আনা হয়েছে। ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’নিয়ে মার্কিন রিপোর্ট খারিজ করে দিল ভারত।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি বলেছেন, ‘দুঃখজনকভাবে এরকম রিপোর্টগুলি ভুল তথ্য এবং ভ্রান্ত ধারণার ভিত্তিতে তৈরি করা হয়েছে সেই সঙ্গে এই ধরণের রিপোর্টকে উদ্দেশ্যপ্রণোদিত এবং পক্ষপাতদুষ্ট বলে অভিহিত করেছে বিদেশ মন্ত্রক। সোমবার ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা’(২০২২) রিপোর্ট প্রকাশ করে মার্কিন বিদেশ মন্ত্রক। রিপোর্টে ভারতের বিভিন্ন রাজ্যে সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা্র উল্লেখ করা হয়েছে।
রিপোর্ট সামনে আসতেই বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী বলেছেন যে আমরা ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত’ মার্কিন বিদেশ মন্ত্রকের রিপোর্ট প্রকাশের বিষয়ে সচেতন। দুঃখজনকভাবে, এই ধরনের রিপোর্ট এখনও ভুল তথ্য এবং ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে। রিপোর্টের বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে, মার্কিন বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে ‘ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলার ঘটনা অব্যাহত রয়েছে এবং ভারত সরকারকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে’।
বিদেশ মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, কিছু মার্কিন কর্মকর্তার উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট মন্তব্য শুধুমাত্র এই রিপোর্টের বিশ্বাসযোগ্যতাকে ক্ষুণ্ন করে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের অংশীদারিত্বকে যথাযথ মূল্য দিই, এবং আমরা উদ্বেগের বিষয়গুলি নিয়ে খোলামেলা আলোচনা চালিয়ে যাব। সোমবার বিশ্বের বিভিন্ন দেশে ধর্মীয় স্বাধীনতার অবস্থার বিষয়ে মার্কিন বিদেশ মন্ত্রকের তরফে এক প্রতিবেদন প্রকাশ করা হয়।
মার্কিন প্রশাসনের এক শীর্ষ আধিকারিক ভারতে ‘আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সম্পর্কিত রিপোর্ট প্রসঙ্গে বলেছেন, ভারত এমন এক দেশ যেখানে ক্রমাগত খ্রিস্টান, মুসলিম, শিখ, হিন্দু দলিত এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের ওপর আক্রমণ অব্যহত রয়েছে। আবার জোর করে ধর্মান্তকরণের অভিযোগও তুলে ধরা হয়েছে ওই রিপোর্টে।