Bibek Debroy passed away : প্রয়াত অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রী মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান, ড.বিবেক দেবরয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। আজ সকাল ৭টায় দিল্লির এইমস-এ প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরেই অন্ত্রের রোগে ভুগছিলেন প্রবীণ এই অর্থনীতিবিদ।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বহু নেতা তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মোদী দেবরয়ের মৃত্যুতে শোক প্রকাশ করার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। অর্থনীতির ক্ষেত্রে তাঁর অবদানের জন্য তিনি পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রধানমন্ত্রী মোদির অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান হওয়ার আগে তিনি পুনের গোখলে ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের (জিআইপিই) চ্যান্সেলরও ছিলেন।
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, চোখে জল ট্রাম্পের! মোদীকে কী বার্তা ট্রাম্পের?
প্রবীণ অর্থনীতিবিদ ড. বিবেক দেবরয়ের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি এক শোকবার্তায় লিখেছেন, "ডঃ বিবেক দেবরয়ের মৃত্যুতে দেশ একজন বিশিষ্টজনে হারালো। তিনি নীতিনির্ধারণ থেকে শুরু করে আমাদের মহান গ্রন্থের অনুবাদ পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রকে সমৃদ্ধ করেছেন। ভারতের সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ ছিল। আজ এই শোক আবহে আমি তার পরিবার, বন্ধুবান্ধব এবং অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।"
In the demise of Dr. Bibek Debroy the country has lost an eminent public intellectual who enriched diverse fields, from policy making to translating our great scriptures. His understanding of India’s social, cultural and economic landscape was exceptional. For his extraordinary…
— President of India (@rashtrapatibhvn) November 1, 2024
শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদী একটি পুরানো ছবি শেয়ার করে দেবরয়কে একজন 'মহান পণ্ডিত' বলে উল্লেখ করেছেন। শোকবার্তয় মোদী লিখেছেন ডঃ বিবেক দেবরয় একজন মহান পণ্ডিত ছিলেন। তিনি অর্থনীতি, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি, আধ্যাত্মিকতা এবং আরও অনেক ক্ষেত্রে পারদর্শী ছিলেন। তাঁর কাজের মাধ্যমে তিনি ভারতের মেধার জগতে অমোঘ চিহ্ন রেখে গেছেন'। মোদী আরও লিখেছেন, আমি বহু বছর ধরে ডক্টর দেবরয়কে চিনতাম। তাঁর মৃত্যুতে আমি শোকাহত। ওনার পরিবার ও বন্ধুদের প্রতি আমার আন্তরিক সমবেদনা। ওম শান্তি।"
Dr. Bibek Debroy Ji was a towering scholar, well-versed in diverse domains like economics, history, culture, politics, spirituality and more. Through his works, he left an indelible mark on India’s intellectual landscape. Beyond his contributions to public policy, he enjoyed… pic.twitter.com/E3DETgajLr
— Narendra Modi (@narendramodi) November 1, 2024
বিবেক দেবরয় ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত – মমতা
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বিবেক দেবরয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি শোকপ্রকাশ করে লিখেছেন, 'বিশিষ্ট অর্থনীতিবিদ এবং প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বিবেক দেবরয়ের আকস্মিক মৃত্যুর খবরে আমি শোকাহত। তিনি ছিলেন বাংলার মেধাবী সন্তান এবং একজন বিশিষ্ট পণ্ডিত'।
Saddened by the news of the sudden demise of Bibek Debroy, noted economist and Chairman of PM's Economic Advisory Council.
— Mamata Banerjee (@MamataOfficial) November 1, 2024
A brilliant son of Bengal and a scholar of repute, he will be remembered by us.
Condolences to the bereaved family and friends.
কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও অর্থনীতিবিদ বিবেক দেবরয়কে একজন "মহান শিক্ষাবিদ" হিসাবে বর্ণনা করেছেন তিনি বলেছেন, 'ডঃ বিবেক দেবরয়ের মৃত্যুতে আমিগভীরভাবে শোকাহত'। তিনি ছিলেন একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, একজন বিশিষ্ট লেখকের পাশাপাশি একজন মহান শিক্ষাবিদ। অর্থনৈতিক বিষয়ে তার দিকনির্দেশনা এবং দেশের উন্নয়নে তার অসাধারণ অবদানের জন্য তিনি সর্বদা প্রশংসিত হবেন"।
Deeply saddened by the passing of Dr. Bibek Debroy. He was a distinguished economist, a prolific author as well as an excellent academician. He will be admired for his policy guidance on economic issues and noteworthy contributions to India’s development. His columns in… pic.twitter.com/y1niSMlxU7
— Dharmendra Pradhan (@dpradhanbjp) November 1, 2024