হামাসের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেও গাজায় ইজরায়েলের মারাত্মক বিমান হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, ইজরায়েলের বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ২০১ জনের মৃত্যু হয়েছে। আলজাজিরার প্রতিবেদন অনুসারে ইজরায়েলি সেনারা আবারও পশ্চিম তীরের বেথলেহেম শহরে অভিযান চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন।
ইসরায়েলি সেনাবাহিনী এখন গাজার দক্ষিণ ও উত্তরাঞ্চলে স্থল অভিযান জোরদার করেছে। সেনা মুখপাত্র বলেছেন যে সপ্তাহান্তে প্রচণ্ড লড়াই হয়েছে। তিনি বলেন, সেনাবাহিনী হামাসের ভূগর্ভস্থ ঘাঁটি ধ্বংস করেছে এবং প্রচুর অস্ত্র উদ্ধার করেছে। জো বাইডেন এবং নেতানিয়াহু ইজরাইল-হামাস যুদ্ধের উদ্দেশ্য এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে কথা বলেছেন। বাইডেন বলেছেন যে তিনি নেতানিয়াহুকে যুদ্ধবিরতির জন্য অনুরোধ করেন নি। নেতানিয়াহু রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করেছেন।
এদিকে বন্দিদের মুক্তির দাবিতে তেল আবিবে আবারও বিক্ষোভ দেখিয়েছে হাজার হাজার মানুষ। জনগণ সরকারের কাছে দাবি জানিয়েছে, যত দ্রুত সম্ভব গাজায় বন্দিদের মুক্তি নিশ্চিত করতে হবে। গাজায় বর্তমানে ১২৯ জন বন্দি রয়েছেন, যার মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে বলেই খবর। পশ্চিম তীরের বেথলেহেম, নাবলুস, হেবরন ও তুলকারেমে আবারও অভিযান চালিয়েছে ইজরায়েলি সেনাবাহিনী।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেছেন যে নেতানিয়াহুর সাথে তার "দীর্ঘ কথোপকথন" হয়েছে, যাকে তিনি "ব্যক্তিগত কথোপকথন" হিসাবে বর্ণনা করেছেন। এক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর সঙ্গে কোন আলোচনা হয়নি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়েছে যে দুই নেতা ইজরায়েলি সামরিক অভিযান সেই সঙ্গে সকল বন্দিদের মুক্তি নিশ্চিত করার বিষয়ে আলোচনা করেছেন।
৭ অক্টোবর, হামাস গাজা সীমান্ত অতিক্রম করে এবং দক্ষিণ ইজরায়েল আক্রমণ করে। সেই হামলায় প্রায় ১৪০০ জন নিহত হয়। ইজরায়েলি কর্মকর্তারা বলছেন যে এই ব্যাপক হামলার সময় বন্দীদের মধ্যে ১২৯ এখনও গাজায় হামাসের হাতে আটকে রয়েছেন। গাজায় ইসরায়েলের হামলায় অন্তত ২০,০৫৭ জন নিহত হয়েছে, যাদের অধিকাংশই মহিলা ও শিশু। গত মাসে, ইজরায়েলি কারাগারে বন্দী ২৪০ প্যালেস্তাইনিদের মুক্তির বিনিময়ে ৮০ ইজরায়েলি সহ ১০৫ বন্দিকে মুক্তি দেওয়া হয়।