Joe Biden: গাজায় হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। অবশেষে ইজরায়েলের সমালোচনায় মুখ খুললেন তিনি। ত্রিশ হাজারের বেশি সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় সরাসরি ইজরায়েলকে দায়ী করেছেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, 'হামাসের বিরুদ্ধে ইজরায়েল যে অবস্থান নিয়েছে তাতে লাভের চেয়ে ক্ষতি হচ্ছে অনেক বেশি'।
পাঁচ মাসেরও বেশি সময় ধরে চলছে হামাস ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ । এ পর্যন্ত যুদ্ধে উভয় পক্ষের হাজার হাজার মানুষ মারা গিয়েছেন। এত দিন কেটে গেলেও যুদ্ধ থামার কোন লক্ষণ নেই। যুদ্ধে গাজায় হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর ঘটনায় অবশেষে ইজরায়েলকে সতর্ক করেছে আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজায় যেভাবে হামলা হচ্ছে, ইজরায়েল হামাসের প্রতি যে মনোভাব নিয়েছে আখেড়ে তাতে লাভের চেয়ে বেশি ক্ষতি বেশি হচ্ছে।
গত ৭ অক্টোবর হামাস ইজরায়েলে যে হামলা চালায় সেই ঘটনায় আমেরিকা ইজরায়েলের পাশে দাঁড়িয়ে প্যালেস্তাইনি জঙ্গি সংগঠন হামাসকে কড়া বার্তা দিয়েছে। তবে এখন যেভাবে হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে তা নিয়ে মুখ খুলেছে আমেরিকা। নিরপরাধ মানুষের প্রাণহানি এড়াতে বারে বারে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছে। বাইডেন গত কয়েক মাস ধরে তার মিত্রদেশ ইজরায়েলকে সতর্ক করে আসছেন। তিনি এও বলেছেন গাজায় হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় ইজরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাতে পারে।
গাজায় মৃতের সংখ্যা প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি মনে করি এত নিরীহ মানুষের উপর আক্রমণ ইজরায়েলের সবচেয়ে বড় ভুল। ইজরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে অবশ্যই। কিন্তু যেভাবে নিরীহ মানুষের প্রাণ যাচ্ছে, সেব্যাপারে নজর দেওয়া উচিত নেতানিয়াহুর। এই হামলার ঘটনায় ইজরায়েলের যত না উপকার করছেন নেতানিয়াহু, তার চেয়ে অনেক বেশি ক্ষতি করছেন তিনি।"
গাজায় ইজরায়েল ও হামাসের মধ্যে প্রায় পাঁচ মাস ধরে চলছে তুমুল যুদ্ধ। গত ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধে ত্রিশ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছে। । একদিকে হামাসের সামনে কিছু শর্ত রেখেছে ইজরাইল। একই সঙ্গে হামাসও তার অবস্থানে অনড়। এমন পরিস্থিতিতে উদ্বেগ বাড়ছে। যা নিয়ে এবার ইজরায়েলকে সতর্ক করল আমেরিকা।