Advertisment

মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠক, কোন কোন বিষয় উঠে আসবে আলোচনায়?

মোদী-বাইডেন দ্বিপাক্ষিক বৈঠক, চিনকে চাপে রাখতে মরিয়া ভারত, কোন কোন বিষয় উঠে আসবে আলোচনায়?

author-image
IE Bangla Web Desk
New Update
US, Biden, COVID-19, White House, G20 Summit, India, Andrew’s air base, g20 summit, g20 summit 2023, g20 summit guests, joe biden, rishi sunak, Justin Trudeau, Emmanuel Macron, g20 guests welcome, g20 delhi, g20 meeting, pm modi, narendra modi, g20 news, g20 news

আজই দ্বিপাক্ষিক বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। জিই জেট ইঞ্জিন এবং পারমাণবিক অগ্রগতি নিয়ে দু’দেশের মধ্যে আলোচনা হবে।

Advertisment

মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন নয়াদিল্লির প্রগতি ময়দানে অত্যাধুনিক ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে আয়োজিত ৯ এবং ১০ সেপ্টেম্বর G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসছেন। তাঁর সফরকালীন সময়ে বিডেন শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। চিন-ভারত সংঘাত আবহে আজকের এই বৈঠক বিশেষ ভাবেই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী দুদিন G20 শীর্ষ সম্মেলনের অধিবেশনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।

জো বিডেন G20 সম্মেলনে যোগ দিতে ভারতে্র উদ্দেশ্যে ইতিমধ্যেই রওনা হয়েছেন। বিডেন ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লির প্রগতি ময়দানে অত্যাধুনিক ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে ১৮ তম G20 শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

বিডেন প্রধানমন্ত্রী মোদী সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন

শুক্রবার থেকে, বিডেনের তিন দিনের ব্যস্ত সময়সূচী রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে রওনা হওয়ার পর তিনি শুক্রবার অল্প সময়ের জন্য জার্মানির রামস্টেইনে পৌঁছাবেন এবং একই দিনে নয়াদিল্লি পৌঁছাবেন তিনি। হোয়াইট হাউসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট। 

হোয়াইট হাউসের একজন কর্মকর্তার মতে, জো বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদি জি-২০ এজেন্ডা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা এবং বহুপাক্ষিক বিনিয়োগের সুযোগ নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনার সম্ভাবনা রয়েছে।  

জিই জেট ইঞ্জিন নিয়েও আলোচনা হবে

মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আসন্ন দ্বিপাক্ষিক আলোচনায় জিই জেট ইঞ্জিন এবং পারমাণবিক প্রযুক্তি নিয়েও আলোচনা হবে।

ইউক্রেন যুদ্ধ নিয়েও আলোচনা হবে

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি) মুখপাত্র জন কিরবিও উল্লেখ করেছেন যে প্রধানমন্ত্রী মোদী এবং বিডেন জলবায়ু সমস্যা এবং চলমান ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হতে পারে। আজ থেকে শুরু হবে G20 শীর্ষ সম্মেলন, বিমানবন্দরে নামার পর সরাসরি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দেখা করতে যেতে পারেন বিডেন।

শুক্রবার সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা হবে। সূত্রের খবর, আজ বিমানবন্দরে নামার পর তিনি সরাসরি প্রধানমন্ত্রীর বাসভবনে যেতে পারেন। মোদী-বিডেনের এই বৈঠকে ভারত-মার্কিন কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার উপায় নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাণিজ্য, প্রযুক্তি, প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার ওপরও ফোকাস করা হবে।  

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এটাই বাইডেনের প্রথম ভারত সফর। এর আগে ভারত সফরে আসা শেষ মার্কিন প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

G20 সদস্য দেশগুলির মধ্যে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া ,মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

modi Biden-Modi Meet G-20 Summit
Advertisment