Advertisment

Israel–Hamas War : বাইডেনের হুঙ্কার! বদলে যাচ্ছে যুদ্ধপরিস্থিতি? গাজা দখলে এবার ইজরায়েলকেই সতর্কবার্তা

গাজা জুড়ে বিশৃঙ্খলার মধ্যে গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ জারি করেছে ইজরায়েল।

author-image
IE Bangla Web Desk
New Update
"Joe Biden, US President Joe Biden, Israel Hamas, Israel news, Gaza Strip, Israel Gaza war, Israel Gaza news, Palestine, Israel Palestine news, Israel Hamas attack, Hamas rocket attack, Joe Biden on Israel, hezbollah, lebanon, benjamin natanyahu",

বাইডেনের হুঙ্কার! বদলে যাচ্ছে যুদ্ধপরিস্থিতি? গাজা দখলে এবার ইজরায়েলকেই সতর্কবার্তা

ইজরায়েলের সামরিক বাহিনী ঘোষণা করেছে যে তারা স্থল, আকাশ ও সমুদ্রপথে গাজায় অভিযান শুরু করতে প্রস্তুত। শুধুমাত্র আদেশের অপেক্ষায় রয়েছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে বসবাসরত নাগরিকদের সেই অঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইজরাইল। তাই এই এলাকায় রয়েছে চরম উত্তেজনা। জীবন বাঁচাতে ঠিক কোথায় যাবে সেই প্রশ্ন গাজায় বসবাসরত ২৩ লাখ মানুষের। এদিকে গাজা দখলের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইজরায়েলে হামাসের হামলায় এ পর্যন্ত ২৯ জন আমেরিকানসহ ১৪০০-এর বেশি জনেরও সাধারণ মানুষ নিহত হয়েছেন।

Advertisment

গত এক সপ্তাহ ধরে, ইজরায়েলি বিমানগুলি ৭ অক্টোবর হামাস জঙ্গিদের হামলার পর থেকে আক্ষরিক অর্থেই গাজা উপত্যকায় তাণ্ডব চালাচ্ছে। রবিবার গাজা জুড়ে বিশৃঙ্খলার মধ্যে গাজার উত্তরাঞ্চল খালি করার নির্দেশ জারি করেছে ইজরাইল। ইজরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানের আগে তারা উত্তর গাজার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে।

এদিকে, ইজরাইল-হামাস যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ইজরায়েলের পাশে দাঁড়িয়েছে। তবে গাজা পুরোপুরি দখল না করতে ইজরাইলকে সতর্ক করা হয়েছে। সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জো বাইডেন বলেছেন, গাজা উপত্যকা দখলের চেষ্টা ইজরায়েলের জন্য একটি বড় ভুল। হামাস জঙ্গি সংগঠনকে সিংহভাগ প্যালেস্তাইন জনগণ সমর্থন করে না। তাই গাজা দখল করা ইজরায়েলের জন্য বড় ভুল হতে পারে। সেই সঙ্গে মানবিক সংকট নিয়ে বারে বারে সুর চড়িয়েছেন প্রাসিডেন্ট বাইডেন।

এদিকে আগামী কয়েকদিনের মধ্যে ইজরাইল সফরের প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সফরের পরিকল্পনা এখনও চূড়ান্ত হয়নি, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বাইডেনকে ইজরায়েল সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন, এই প্রেক্ষিপ্তে বাইডেনের ইজরায়েল সফরের সম্ভাবনা রয়েছে।

যুদ্ধ গাজায় একটি গুরুতর মানবিক সংকট তৈরি করেছে। হাসপাতালগুলিতে ভর্তি হয়েছে কাতারে কাতারে মানুষ। জ্বালানি, বিদ্যুৎ, জ্বালানি, খাদ্য, পণ্য ও জল সরবরাহ রয়েছে।

মৃতের সংখ্যা বেড়েছে
ইজরায়েল-হামাস যুদ্ধে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে এবং সোমবার মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। ইজরায়েলের কর্মকর্তারা বলেছেন যে হামাসের হামলায় ১৪০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে ইজরায়েলি ক্ষেপণাস্ত্র ও গোলাগুলিতে ২৬৭০ প্যালেস্তাইন নাগরিক নিহত এবং ৯৬০০ জন আহত হয়েছেন।

Israel-Palestine clash
Advertisment