Advertisment

হঠাৎ স্বেচ্ছাবসরে বিহারের ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে, ভোটে লড়তে পারেন বক্সার থেকে

ম্বই পুলিশের হাত থেকে বিহার পুলিশকে সামলাতে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে গুপ্তেশ্বর পাণ্ডেকে। এবার কি তাহলে সেই কাজেরই পুরস্কার পেতে চলেছেন গুপ্তেশ্বর?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গুপ্তেশ্বর পাণ্ডে

খাঁকি উর্দি ছেড়ে সরাসরি রাজনীতির ময়দানে গুপ্তেশ্বর পাণ্ডে।

Advertisment

সুশান্ত সিং রাজপুত মৃত্যু তদন্তে বারংবার সংবাদ শিরনামে উঠে এসেছিলেন বিহার পুলিশের ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডে। এই মামলাকে ঘিরেই মুম্বই পুলিশের সঙ্গে বিহার পুলিশের সরাসরি সংঘাত চরমে পৌঁছায়। বিহার পুলিশের পুরভাগে ছিলেন গুপ্তেশ্বর। জেলবন্দি রিয়া চক্রবর্তীকে নিয়ে ডিজির মন্তব্যেও বিতর্ক দানা বাঁধে। এ হেন ডিজিপি গুপ্তেশ্বর পাণ্ডেই হঠাই চাকরি থেকে স্বেচ্ছাবসর নিয়েছেন। জানা গিয়েছে, রাজনীতিতে যোগ দান করবেন তিনি।

জোর গুঞ্জন, বক্সার থেকে আসন্ন বিহার ভোটে বিজেপির হয়ে লড়তে পারেন রাজ্যের প্রাক্তন ডিজি গুপ্তেশ্বর পাণ্ডে। ইতিমধ্যেই তাঁর প্রার্থী হওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত।

তবে, গুপ্তেশ্বরের রাজনীতিতে যোগদানের ইচ্ছা নতুন নয়। এর আগে ২০১৪ লোকসভা ভোটের আগেও স্বেচ্ছাবসরের আবেদন করেছিলেন তিনি। বক্সার থেকে লড়াইয়ের ইচ্ছা ছিল তাঁর। কিন্তু, প্রার্থীপদ চূড়ান্ত না হওয়ায় স্বেচ্ছাবসরের আবেদন প্রত্যাহার করেন গুপ্তেশ্বর পান্ডে।

নীতীশ কুমারের বিরুদ্ধে মহারাষ্ট্র সরকারের আক্রামণ বা মুম্বই পুলিশের হাত থেকে বিহার পুলিশকে সামলাতে অগ্রণী ভূমিকায় দেখা গিয়েছে গুপ্তেশ্বর পাণ্ডেকে। এবার কি তাহলে সেই কাজেরই পুরস্কার পেতে চলেছেন গুপ্তেশ্বর? ইতিমধ্যেই এই প্রশ্ন উঠতে শুরু করেছে।

২২ সেপ্টেম্বর থেকে গুপ্তেশ্বর পাণ্ডের স্বেচ্ছাবসর কার্যকর হয়েছে। তাঁর জায়গায় বিহার পুলিশের ডিজি-র দায়িত্বে এসেছেন এতদিন রাজ্য হোমগার্ডের ডিজি পদের দায়িত্ব সামলানো এস কে সিঙ্ঘাল।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bjp bihar
Advertisment