Advertisment

পুজোর আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে, মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত শিশু-সহ তিন জন

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

author-image
IE Bangla Web Desk
New Update
durga puja stampede

ভক্তরা "প্রসাদ" গ্রহণের জন্য সারিবদ্ধ হয়েছিলেন যখন শিশুটি পড়ে গিয়েছিল এবং দুই বৃদ্ধ মহিলা তাকে পিষ্ট হওয়া থেকে রক্ষা করার জন্য নিচু হয়ে পড়েছিল। (প্রতিনিধি/ এক্সপ্রেস ফাইল ছবি কমলেশ্বর সিং)

সোমবার বিহারের গোপালগঞ্জ জেলায় একটি দুর্গাপূজা প্যান্ডেলে পদপিষ্ট হয়ে পাঁচ বছর বয়সী এক ছেলে ও দুই নারী নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন।

Advertisment

শহরের রাজাদল এলাকার একটি জনাকীর্ণ প্যান্ডেলে ঘটনাটি ঘটেছে, পুলিশ সুপার স্বর্ণ প্রভাত জানিয়েছেন।

তিনি বলেন, ভক্তরা "প্রসাদ" গ্রহণের জন্য সারিবদ্ধ হয়েছিলেন যখন শিশুটি পড়ে গিয়েছিল এবং দুই বৃদ্ধ মহিলা তাকে পিষ্ট হওয়া থেকে রক্ষা করতে নিচু হয়ে পড়েছিল।

"গন্ডগোলের মধ্যে ১৩ জন মহিলা ও শিশু আহত হয়। তাদের দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শিশু এবং দুই বৃদ্ধ মহিলা মারা যান। বাকিরা আশঙ্কামুক্ত বলে জানা গেছে," বলেন এসপি।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনার আশপাশের এলাকা সিল করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

bihar Durga Puja
Advertisment